![উভয় জ্ঞানই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে লক্ষ্য থাকা উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন উভয় জ্ঞানই অত্যন্ত গুরুত্বপূর্ণ, তবে লক্ষ্য থাকা উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/২-2502131940.jpg)
ছবি : সংগৃহীত
আফগানিস্তানের সর্বোচ্চ নেতা ও ইমারাতে ইসলামিয়ার আমিরুল মুমিনীন শায়েখ হেবাতুল্লাহ আখুন্দজাদা বলেছেন, শিক্ষার্থীদের এমন উৎকর্ষ সাধন করা উচিত যাতে তাদের জ্ঞানে বিশ্ব শাসিত হয়।
বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) কান্দাহার বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থী ও শিক্ষাবিদদের এক সভায় তিনি বলেন, “কঠোর পরিশ্রমের মাধ্যমে এমন জ্ঞান অর্জন করুন যাতে বিদেশীরা এখান থেকে শিক্ষা নিতে আসে এবং আপনারা তাদের প্রদত্ত জ্ঞান দিয়ে বিশ্বকে নেতৃত্ব দিতে পারেন।”
তিনি আরও বলেন, “মুজাহিদগণ আল্লাহর সাহায্যে আফগানিস্তানকে দখলদারিত্ব ও কঠিন পরিস্থিতি থেকে মুক্ত করেছে। এখন আপনাদের দায়িত্ব দেশকে প্রতিদ্বন্দ্বী হিসেবে গড়ে তোলা এবং বিশ্বকে চ্যালেঞ্জ জানানো।”
উচ্চশিক্ষার প্রসার ঘটাতে ইমারাতে ইসলামিয়ার সরকার প্রয়োজন হলে বিদেশি বিশেষজ্ঞ শিক্ষকদের দেশের বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসার পরিকল্পনা করছে বলে জানান আফগান নেতা। তিনি বলেন, “সরকার তাদের সানন্দে গ্রহণ করবে এবং সবধরনের সুযোগ-সুবিধা নিশ্চিত করবে।”
ধর্মীয় ও আধুনিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, “উভয় জ্ঞানই অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে লক্ষ্য থাকা উচিত আল্লাহর সন্তুষ্টি অর্জন, জনগণের সেবা এবং ইসলামের কল্যাণে কাজ করা।”
শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, “আন্তরিকতার সঙ্গে শিক্ষার্থীদের আধুনিক জ্ঞান-বিজ্ঞান শেখানো উচিত এবং শিক্ষার্থীদেরও উচিত সেই জ্ঞানকে ইসলামের উন্নয়ন ও জনকল্যাণে কাজে লাগানো।”
এছাড়া, আফগানিস্তানের স্বাধীনতা আন্দোলনের ইতিহাস বিশ্ব দরবারে তুলে ধরতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তিনি। তিনি বলেন, “বিদেশি শক্তির দখলদারিত্বের বিরুদ্ধে আফগানদের ত্যাগ ও সাহসিকতার দৃষ্টান্ত বিশ্বে ছড়িয়ে দিতে হবে।”
সূত্র: আরটিএ
মো. মহিউদ্দিন