![জাপানে কবরস্থানের সংকট ,লাশ দাফনে চ্যালেঞ্জ মুসলিমদের জাপানে কবরস্থানের সংকট ,লাশ দাফনে চ্যালেঞ্জ মুসলিমদের](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/BeFunky-collage-10-2502131624.jpg)
ছবি: সংগৃহিত
জাপানে মুসলিম জনসংখ্যা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, তবে দেশটিতে মাত্র সাতটি কবরস্থান মুসলিমদের দাফনের অনুমতি দেয়। অধিকাংশ এলাকায় দাহ (অগ্নিসৎকার) প্রথা প্রচলিত থাকায় মুসলিম সম্প্রদায়ের জন্য কবরস্থান পাওয়া কঠিন হয়ে দাঁড়িয়েছে।
২০২০ সালের শেষে দেশটিতে আনুমানিক ২,৩০,০০০ মুসলিম বাস করছিলেন বলে জানিয়েছেন ওয়াসেদা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিরোফুমি তানাদা। কিন্তু কিউশু অঞ্চলে এখনো কোনো মুসলিম কবরস্থান নেই।
বেপ্পু মুসলিম অ্যাসোসিয়েশন একটি কবরস্থান প্রতিষ্ঠার চেষ্টা করলেও স্থানীয় বাসিন্দাদের বিরোধিতার মুখে পরিকল্পনাটি বাস্তবায়িত হয়নি। ফলে সংগঠনটি সরকারের কাছে "বহুসাংস্কৃতিক কবরস্থান" স্থাপনের দাবি জানিয়েছে।
বেপ্পু মুসলিম অ্যাসোসিয়েশনের প্রধান এবং রিতসুমেইকান এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক খান মুহাম্মদ তাহির বলেন, "মুসলিমদের জন্য দাহ করা অত্যন্ত অসম্মানজনক। এটি ঘুষি মারার চেয়েও বেশি কষ্টদায়ক মনে হয়।"
জাপানে স্থায়ীভাবে বসবাসকারী মুসলিমরা মৃত্যুর পর তাদের নিজ দেশে স্থানান্তরিত হওয়াকে অবাস্তব বলে মনে করছেন, কারণ এটি ব্যয়বহুল ও জটিল।
ইসরাত জাহান