![আবারও বিধ্বস্ত হল আমেরিকান যুদ্ধবিমান আবারও বিধ্বস্ত হল আমেরিকান যুদ্ধবিমান](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/BeFunky-collage-9-2502131556.jpg)
ছবি: সংগৃহিত
মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধবিমান সান ডিয়েগো উপসাগরে বিধ্বস্ত হয়েছে। তবে বিমানে থাকা দুই পাইলট নিরাপদে উদ্ধার হয়েছেন বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
সিবিএস নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, নৌবাহিনীর কর্মকর্তারা জানান, স্থানীয় সময় সকাল ১০টা ১৭ মিনিটে দুই পাইলট বিমান থেকে জরুরি বহির্গমন করেন। বিধ্বস্ত হওয়া বিমানটি EA-18G Growler, যা F/A-18F Super Hornet-এর একটি উন্নত সংস্করণ।
বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই প্রিমিয়ার নামে একটি মাছ ধরার নৌকা তাদের উদ্ধার করে। নৌবাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন,প্রিমিয়ার এর ত্রুরা পাইলটদের দুর্ঘটনার সাক্ষী হন এবং দ্রুত তাদের দিকে ছুটে যান। মাত্র এক মিনিটের মধ্যে তারা পাইলটদের পানি থেকে উদ্ধার করতে সক্ষম হন।
উদ্ধারের পর, পাইলটদের মার্কিন শুল্ক ও সীমান্ত সুরক্ষা বিভাগের একটি ছোট নৌকায় স্থানান্তর করা হয়। পরে তাদের হাসপাতালে নেওয়া হয়। কোস্ট গার্ড জানিয়েছে, পাইলটরা বর্তমানে স্থিতিশীল অবস্থায় আছেন।
বিমান বিধ্বস্তের ঘটনায় একটি "বৃহৎ ধ্বংসাবশেষ এলাকা" চিহ্নিত করা হয়েছে, যা নর্থ আইল্যান্ড নেভাল এয়ার স্টেশন-এর কাছে অবস্থিত। তবে কী কারণে বিমানটি বিধ্বস্ত হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় সান ডিয়েগো পুলিশ বিভাগ উপকূল এলাকায় যান চলাচল নিয়ন্ত্রণের দায়িত্ব পালন করছে। মার্কিন নৌবাহিনী দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।
ইসরাত জাহান