![উপনিবেশ হারানোর যন্ত্রণায় নয়াদিল্লি, দাবি দেশটির সাংবাদিকের উপনিবেশ হারানোর যন্ত্রণায় নয়াদিল্লি, দাবি দেশটির সাংবাদিকের](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/1৪-2502131430.jpg)
ছবি: সংগৃহীত
বাংলাদেশের একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে অনলাইন আলোচনায় যুক্ত হয়ে ভারতের একজন সাংবাদিক বলেছেন, উপনিবেশ হারানোর যন্ত্রণায় দিন কাটছে নয়াদিল্লির।
ওই সাংবাদিক বলেন, ভারতীয় মিডিয়া নিয়ে আমি কথা বলার জায়গায় নেই কারণ গত কয়েক মাসে বিশেষ করে বাংলাদেশে শেখ হাসিনার স্বৈরাচারের যে দেশ ছেড়ে পালিয়ে যেতে বাধ্য হওয়ার পর যেটা হচ্ছে যে ভারতীয় মিডিয়া এক ধরনের প্যানিকের মধ্যে আছেন বলে মনে হচ্ছে। এবং আমার যেটা ব্যক্তিগত অবজারভেশন যে তাদের যে সমস্যাটা হচ্ছে এটা আসলে কলোনি হারিয়ে ফেলার যন্ত্রণা। তাদের একটা কলোনি হাতছাড়া হয়েছে, তাদের উপনিবেশ হাতছাড়া হয়েছে এবং সেই যন্ত্রণা নানারকম বহিঃপ্রকাশ ঘটছে।
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=0HMvrnS3LhM
শিহাব