![‘একুশে পদক ইউএসএ ২০২৫’ পুরস্কারে সম্মানিত যুক্তরাষ্ট্রের ৭ প্রবাসী গুনীজন ‘একুশে পদক ইউএসএ ২০২৫’ পুরস্কারে সম্মানিত যুক্তরাষ্ট্রের ৭ প্রবাসী গুনীজন](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/11-2502131333.jpg)
ছবি: জনকণ্ঠ
নতুনত্বের স্বাদ নিয়ে সাজানো এক ভিন্ন মাত্রার চমকে দেয়া অনুষ্ঠান উপস্থাপনের মধ্য দিয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অমর একুশে ফেব্রুয়ারি পালন করেছে ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টির প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ‘ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগূয়েজ ডে সেলিব্রেশন (আইএমএলডিসি)’।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ওয়াশিংটন ডিসি থেকে আগত ভয়েস অফ আমেরিকা বাংলা বিভাগের প্রাক্তন প্রধান রোকেয়া হায়দার। গেলো ৬ই ফেব্রুয়ারী লস এন্জেলেস আন্তর্জাতিক বিমান বন্দরে ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগূয়েজ ডে সেলিব্রেসনের (আইএমএলডিসি)’র পক্ষ থেকে ফূল দিয়ে রোকেয়া হায়দারকে স্বাগত জানান, আইএমএলডিসির’র সংস্হার প্রধান উপদেস্টা সাইফুর রহমান ওসমানী জিতু ও ফাইন্যান্স ডিরেক্টর সাইফ আলম হিমু।
মাতৃভাষা বাংলাকে যুক্তরাষ্ট্রের মাটিতে সংরক্ষণ, প্রসার, পৃষ্ঠপোষকতা এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ৭জন প্রবাসী বাংলাদেশীদের ‘একুশে পদক ইউএসএ ২০২৫’ পুরস্কারে সম্মানিত করে এবং এর শুভ সূচনার ঘোষনা দেয়া হয়। যুক্তরাষ্ট্রের প্রবাসী বাংলাদেশি সংগঠন ‘ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগূয়েজ ডে সেলিব্রেশন (আইএমএলডিসি)’ আমেরিকায় সমাজের বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি স্বরূপ প্রতি বছর ‘একুশে পদক ইউএসএ ২০২৫’ এই সম্মাননা পুরস্কার প্রদান করবে বলে জানিয়েছে।
এবছর যুক্তরাষ্ট্রের প্রবাসী সংগঠন ‘ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগূয়েজ ডে সেলিব্রেশন (আইএমএলডিসি) ৭ জন প্রবাসী বাংলাদেশী গুনীজনকে ‘একুশে পদক ইউএসএ ২০২৫’ পদকে সম্মানিত করে । পদকপ্রাপ্তের মধ্যে ছিলেন বেতার ও টেলিভিশন ব্যক্তিত্ব ভয়েস আমেরিকার প্রাক্তন প্রধান বাংলা বিভাগের রোকেয়া হায়দার, ক্যালিফোর্নিয়ার সিটি অফ পেরিসের মেয়র মাইকেল এম ভার্গাস, বিশিষ্ঠ সমাজসেবক ও পৃষ্ঠপোষক ডা: মোহাম্মদ সিরাজোল্লাহ, বিশিষ্ট সমাজসেবক, চলচ্চিত্র প্রযোজক ও পৃষ্ঠপোষক মোয়াজ্জেম হোসেন চৌধুরী, স্পন্দন শিল্পী গোষ্ঠির সহ-প্রতিষ্ঠাতা সদস্য, কন্ঠশিল্পী, গীতিকার ও সুরকার ডা: নাসির আহমেদ অপু, বিশিষ্ট সমাজকর্মী মামুনূল হক বাচ্চু ও মূকাভিনয় শিল্পী, লেখক ও সাংবাদিক কাজী মশহুরুল হুদা।
গেলো ৮ই ফেব্রুয়ারি লস এন্জেলেস শহরে অবস্থিত সাইন্টোলজি মিলনায়তনে এক জমকালো আয়োজনে এই সম্মাননা পুরস্কার প্রদান করা হয় । পরিপূর্ন মিলনায়তনে দক্ষিন ক্যলিফোর্নিয়ার বাংলাদেশ কমিউনিটির বিভিন্ন স্তরের অনেক শীর্ষস্থানীয় নেতৃবৃন্দরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন । এদের মধ্যে ছিলেন, ড: ইউনূস রাহী, জাহিদুল মাহমুদ জামী, সোহেল রহমান বাদল, মোহাম্মদ আবু নাসের রাজীব, হাসিবুল শরীফ, মোহাম্মদ এস হক সেন্টু, রেজাউল করিম, মন্জুর আহমেদ অপু, সৈয়দ এম হোসেন বাবু, রফিকুল হক রাজু, মন্জুর হাসান চৌধুরী ( ম্যাক্স ), তওফিক সোলেমান তূহীন, ফ্রেন্ডস বাবু, ইফতেখার মাহমুদ, জূয়েল, মোহাম্মদ কামাল, আশিক ইসলা, সাবিনা ইসলাম, তপন দেবনাথ, মর্তুজ খাজা’সহ আরো অনেক প্রবাসী বাংলাদেশী গন্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠান সন্চালনায় ছিলেন, লস এন্জেলেস শহরের অত্যন্ত জনপ্রিয় উপস্থাপিকা সাজিয়া হক মিমি। তাঁর অনবদ্য ও চমৎকার উপস্হাপনা সমগ্র অনুষ্ঠানটি দর্শকদের কাছে প্রানবন্ত করে তোলে। মিলনায়তনে উপস্থিত সকলেই মুগ্ধ হয়ে বিশেষ আকর্ষণ হিসেবে শুরু থেকে শেষ পর্যন্ত্য অনুষ্ঠানটি উপভোগ করেন।
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, অমর একুশে ফেব্রুয়ারি পালন উপলক্ষ্যে উল্লেখযোগ্য কর্মসূচির মধ্যে ছিলো বড় পর্দায় ৭০’র দশকে সর্বাধিক বহুল আলোচিত চলচ্চিত্র জহির রায়হান পরিচালিত ‘জীবন থেকে নেয়া’ চলচ্চিত্র প্রদর্শনী, আইএমএলডিসি’র ৫ জন প্রতিষ্ঠাতা সদস্যদের শপথ গ্রহন অনুষ্ঠান এবং এই প্রথমবারের মত ‘একুশে পদক ইউএসএ ২০২৫’ পদক বিতরণ অনুষ্ঠান।
অনুষ্ঠানের শুরুতেই মহান একুশ পালন উপলক্ষে এবং সম্প্রতি ক্যালিফোর্নিয়ায় দাবানলে নিহতদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয় । জহীর রায়হান পরিচালিত ‘জীবন থেকে নেয়া’ ছবিটি বড় পর্দায় প্রদর্শিত হয় এবং অনেক দর্শক গভীর আগ্রহ নিয়ে ছবিটি উপভোগ করেন ।
অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিলো নবনির্বাচিত ক্যালিফোর্নিয়ার রিভারসাইড কাউন্টির প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ‘ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগূয়েজ ডে সেলিব্রেশন (আইএমএলডিসি)’র কার্যনির্বাহী পরিষদের অভিষেক ও শপথ গ্রহণ অনুষ্ঠান । ক্যালিফোর্নিয়ার পেরিস শহরে ২০২৩ সালে নির্মিত শহীদ মিনার প্রকল্প বাস্তবায়নের মূল দশজন প্রতিষ্ঠাতা সদস্যদের মধ্যে মোট পাঁচজন প্রতিষ্ঠাতা সদস্যদের নিয়ে ২০২১ সালে গঠিত ‘ইন্টারন্যাশনাল মাদার ল্যাংগূয়েজ ডে সেলিব্রেশন (আইএমএলডিসি)’র আনুষ্ঠানিক শপথবাক্য পাঠ করান হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগের প্রাক্তন বার্তা প্রধান রোকেয়া হায়দার । ২০২৫ থেকে ২০২৭ সাল মেয়াদে নতুন দায়িত্ব গ্রহণ করেন শফিক টিটো ইসলাম (প্রেসিডেন্ট), বিলাল হোসেন (সহ-সভাপতি), ইসমাঈল হোসেন (সাধারণ সম্পাদক), সাইফ হিমু আলম (অর্থ পরিচালক) এবং প্রধান উপদেস্টা সাইফুর রহমান ওসমানী জিতু ।
শপথবাক্য পাঠ করার আগে সাইফুর রহমান ওসমানী জিতুর পরিকল্পনা, গ্রন্হনা ও নির্দেশনায় রিভারসাইড কাউন্টিতে পেরিশ শহরে ঐতিহাসিক ‘আন্তর্জাতিক মাদার ল্যাংগূয়েজ ডে স্মৃতিস্তম্ভ’ নির্মানের নেপথ্যের কাহিনী নিয়ে এক দূর্লভ প্রতিবেদন প্রদর্শিত হয় । দর্শক-শ্রোতাদের মধ্যে গভীর আগ্রহের পাশাপাশি অনেক কৌতূহলের সন্চার করে।
অনুষ্ঠানে সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হিসেবে স্থান পায় ‘একুশে পদক ইউএসএ ২০২৫’। পদক প্রদানের পূর্বে প্রতিটি পদকপ্রাপ্ত বিজয়ীদের ওপর আমেরিকার মাটিতে মাতৃভাষা বাংলাকে সংরক্ষণ, প্রসার, পৃষ্ঠপোষকতা এবং সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের ওপর বিশেষ ভিডিওচিত্র প্রদর্শন করা হয়, যা মিলনায়তনে উপস্থিত প্রতিটি দর্শকরা ভূয়সী প্রশংসা করেন।
‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেলিব্রেসন (আইএমএলডিসি) আয়োজিত বর্নাঢ্য অনুষ্ঠানে দক্ষিন ক্যালিফোর্নিয়ার বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ এবং বিশেষ অতিথিরা বক্তব্য প্রদান করেন এবং অনুষ্ঠানে আয়োজকদের ভূয়সী প্রশংসা করে ধন্যবাদ জ্ঞাপন করেন । ‘আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেলিব্রেসন (আইএমএলডিসি)’ র পক্ষ থেকে উপস্হাপিকা সাজিয়া হক মিমি, স্হিরচিত্র গ্রাহক শেখ হাসান এবং অডিও-ভিজুয়াল পরিচালক আদনান খান’কে বিশেষ সনদপত্র প্রদান করা হয় । সমগ্র অনুষ্ঠানটির পরিকল্পনা, গ্রন্হনা, গ্রাফিক্স ও নির্দেশনায় ছিলেন সাইফুর রহমান ওসমানী জিতু ।
শিহাব