ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ১ ফাল্গুন ১৪৩১

বিদেশি কর্মকর্তাদের ঘুষবিরোধী আইন শিথিল করলেন ট্রাম্প

প্রকাশিত: ১৯:০৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৫

বিদেশি কর্মকর্তাদের ঘুষবিরোধী আইন শিথিল করলেন ট্রাম্প

ছবি: সংগৃহিত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দেশীয় কিছু ব্যবসা প্রতিষ্ঠানকে বিদেশি কর্মকর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগ থেকে অব্যাহতি দিতে এক নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। সোমবার (১০ ফেব্রুয়ারি) এই আদেশের মাধ্যমে তিনি মার্কিন কোম্পানিগুলোর বিরুদ্ধে দায়েরকৃত ঘুষ সংক্রান্ত মামলাগুলো সাময়িকভাবে স্থগিত রাখার নির্দেশ দেন। ব্রিটিশ বার্তাসংস্থা রয়টার্স এই তথ্য জানিয়েছে।

ওভাল অফিসে আদেশে স্বাক্ষরের সময় ট্রাম্প বলেন, "এটি মার্কিন বাণিজ্যের জন্য নতুন সুযোগ সৃষ্টি করবে।" তার এই আদেশের ফলে প্রায় ৫০ বছর ধরে কার্যকর থাকা ফরেন করাপ্ট প্র্যাক্টিসেস অ্যাক্ট (এফসিপিএ)-এর প্রয়োগ স্থগিত হয়ে যায়। একই সঙ্গে, এই আইন সংশ্লিষ্ট নীতিমালার পর্যালোচনা এবং নতুন নির্দেশিকা তৈরির জন্য অ্যাটর্নি জেনারেল প্যাম বনডিকে দায়িত্ব দেওয়া হয়েছে।

ট্রাম্প এর আগেও এফসিপিএ বাতিল করার চেষ্টা করেছিলেন। তার মতে, "এই আইন যুক্তরাষ্ট্রকে দুর্বল করে তুলেছে এবং বিশ্বের কাছে হাস্যস্পদ করেছে।"

হোয়াইট হাউজ থেকে প্রকাশিত এক ফ্যাক্টশিটে দাবি করা হয়, এফসিপিএ-এর কারণে মার্কিন ব্যবসা প্রতিষ্ঠানগুলো আন্তর্জাতিক প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। কারণ, যেখানে ঘুষ প্রদান একটি স্বাভাবিক প্রথা, সেখানে এই আইনের কারণে মার্কিন কোম্পানিগুলো ব্যবসায়িক সুবিধা হারাচ্ছে।

উল্লেখ্য, ১৯৭৭ সালে প্রণীত এফসিপিএ আইনের মাধ্যমে মার্কিন কোম্পানিগুলোকে বিদেশি সরকারি কর্মকর্তাদের ঘুষ প্রদান নিষিদ্ধ করা হয়।

তবে ট্রাম্পের এই সিদ্ধান্ত ব্যাপক সমালোচনার মুখে পড়েছে। দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউএস এক বিবৃতিতে জানিয়েছে, "এই আইন যুক্তরাষ্ট্রকে বৈশ্বিক দুর্নীতির বিরুদ্ধে লড়াইয়ে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিয়েছিল। কিন্তু নতুন নির্বাহী আদেশ দেশটির সেই মর্যাদা নষ্ট করতে পারে।"

ইসরাত জাহান

×