![ভারতে মুরগীর মাংসে রহস্যময় ভাইরাস! ভারতে মুরগীর মাংসে রহস্যময় ভাইরাস!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/19-2-2502121730.jpg)
ছবি: সংগৃহীত
ভারতে মুরগীর মাংস নিয়ে নতুন আতঙ্ক সৃষ্টি হয়েছে, কারণ দেশটির একাধিক রাজ্যে রহস্যময় ভাইরাস ছড়িয়ে পড়েছে। এই সংক্রমণের ফলে বিপুল সংখ্যক মুরগী মারা যাচ্ছে, যা পোলট্রি শিল্প ও সাধারণ মানুষের মধ্যে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
সম্প্রতি অন্ধ্রপ্রদেশ ও তেলেঙ্গানায় মুরগীর মধ্যে অজানা এক ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে। এই ভাইরাসের ফলে হাজার হাজার মুরগীর মৃত্যু ঘটছে, যা পোলট্রি শিল্পে বড়সড় প্রভাব ফেলতে পারে।
এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় সরকার সতর্ক অবস্থান নিয়েছে এবং রাজ্য সরকারগুলিকে দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে। মহারাষ্ট্র ও ছত্তিসগড়েও এই ভাইরাস ছড়িয়ে পড়ার খবর পাওয়া গেছে।
তেলেঙ্গানার পশুপালন দফতর কেন্দ্রীয় সরকারের নির্দেশ অনুসারে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করছে। রাজ্যের বিশেষ মুখ্য সচিব উবাসাচী ঘোষ সমস্ত জেলার কালেক্টরদের নির্দেশ দিয়েছেন, যাতে তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেন।
বিশেষ করে পোলট্রি খামারিদের জীবাণুনিরাপত্তা কঠোরভাবে অনুসরণ করতে বলা হয়েছে। সংক্রমিত মুরগীকে সতর্কতার সঙ্গে মাটিতে পুঁতে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবহনের ক্ষেত্রে সর্বোচ্চ নিরাপত্তা বজায় রাখার পরামর্শ দেওয়া হয়েছে। মরা মুরগী বিক্রি সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে। পোলট্রি খামার পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
তেলেঙ্গানার কামারেড্ডি জেলার বানসওয়াড়া মন্ডলের বরলম ক্যাম্প গ্রামে রবিবার বিপুল সংখ্যক মুরগী মারা যাওয়ার খবর পাওয়া গেছে। তিরমালাপুর ও বীরকুর মন্ডলের চিনচোলি ও কিস্তাপুর পোলট্রি ফার্মে ৬,০০০-র বেশি ব্রয়লার মুরগী মারা গেছে।
সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, পোলট্রি খামারিদের অবিলম্বে তাঁদের খামারে জীবাণুনিরাপত্তা ব্যবস্থা কঠোর করার প্রয়োজন রয়েছে। মুরগীর মধ্যে অসুস্থতার লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসা কর্তৃপক্ষকে জানাতে বলা হয়েছে। ভাইরাসের বিস্তার রোধে খামার ও খাদ্য সংরক্ষণ স্থল পরিষ্কার রাখা বাধ্যতামূলক করা হয়েছে।
এই পরিস্থিতিতে সাধারণ মানুষ ও পোলট্রি খামারিদের মুরগী ও মুরগীজাত পণ্য খাওয়ার ক্ষেত্রে সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে। সংশ্লিষ্ট দফতরের কর্মকর্তারা ভাইরাসের বিস্তার রোধে প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করছে বলে আশ্বস্ত করেছেন।
সূত্র: নিউজ ১৮ বাংলা
এম.কে.