![গাজাকে জাহান্নাম বানানোর হুমকি ট্রাম্পের আন্তর্জাতিক আইন লঙ্ঘন, বিবৃতি জামায়াত নেতার গাজাকে জাহান্নাম বানানোর হুমকি ট্রাম্পের আন্তর্জাতিক আইন লঙ্ঘন, বিবৃতি জামায়াত নেতার](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/6-32-2-2502121518.jpg)
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজাকে ‘জাহান্নাম’ বানানোর হুমকির তীব্র নিন্দা জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। তিনি বলেছেন, এ ধরনের উস্কানিমূলক বক্তব্য আন্তর্জাতিক আইন লঙ্ঘনের শামিল এবং এটি মধ্যপ্রাচ্যে অশান্তি আরও বাড়িয়ে দেবে।
এক বিবৃতিতে মিয়া গোলাম পরওয়ার বলেন, “গাজায় আটকে রাখা ইসরায়েলি বন্দিদের মুক্তির সময়সীমা বেঁধে দিয়ে মার্কিন প্রেসিডেন্ট যে হুমকি দিয়েছেন, তা সম্পূর্ণ অন্যায়, অনভিপ্রেত ও অনাকাঙ্ক্ষিত। ইসরায়েলিরাই যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘন করায় হামাস বন্দি বিনিময় স্থগিত করেছে। এর পরিপ্রেক্ষিতে গাজাকে জাহান্নাম বানানোর হুমকি দিয়ে ট্রাম্প আন্তর্জাতিক আইন লঙ্ঘন করেছেন।”
তিনি আরও বলেন, “ট্রাম্পের এই বক্তব্যে সারা বিশ্বের শান্তিকামী মানুষ হতবাক ও বিস্মিত। এতে আরব বিশ্বসহ গোটা আন্তর্জাতিক অঙ্গনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে, যা মধ্যপ্রাচ্যের স্থিতিশীলতা আরও দুর্বল করবে।”
মিয়া গোলাম পরওয়ার মার্কিন প্রশাসনের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “যুদ্ধবিরতির চুক্তি পুরোপুরি বাস্তবায়নে ইসরায়েলকে বাধ্য করতে হবে। মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্রকে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে।”
আসিফ