
ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত দুই দিনের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) শীর্ষ সম্মেলনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর মধ্যে একটি অস্বস্তিকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এআই সম্মেলনে বিশ্বের ১০০টি দেশের রাষ্ট্রপ্রধান, শীর্ষ সরকারি কর্মকর্তা এবং বৈজ্ঞানিকরা উপস্থিত ছিলেন, যেখানে মোদি অংশ নিতে ফ্রান্সে গিয়েছিলেন। তবে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া একটি ভিডিও মোদির জন্য বিশেষভাবে বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।
ভিডিওতে দেখা যায় ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো পর্যায়ক্রমে সবার সাথে করমর্দন করছিলেন। পর্যায়ে তার সামনে নরেন্দ্র মোদী আসলেও তিনি তার সাথে করমর্দন করেননি। যদিও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি হাত এগিয়ে দিয়েছিলেন তবুও তার দিকে ফিরেও তাকাননি ইমানুয়েল ম্যাক্রো। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের পাশে বসে মোদি কুশল বিনিময়ের জন্য হাত বাড়ালে, ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রো তাকে একেবারে এড়িয়ে যান।
ভারতীয় নাগরিকরা নরেন্দ্র মোদিকে তাদের দেশের জন্য সম্মান মনে করলেও, বাস্তবে বিভিন্ন সম্মেলনে বিশেষ করে পশ্চিমা সম্মেলনগুলোতে মোদিকে অনেকবার হেনস্থা হতে দেখা গেছে। এই ঘটনার পর কূটনৈতিক সম্পর্কের উপর এর প্রভাব কী হতে পারে, তা সময়ই নির্ধারণ করবে। বিশেষ করে, যখন মোদি তার সরকারের আন্তর্জাতিক মর্যাদা বৃদ্ধি করতে কাজ করছেন, তখন এটি একটি বড় চ্যালেঞ্জ হতে পারে।
মুহাম্মদ ওমর ফারুক