ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৩ ফেব্রুয়ারি ২০২৫, ৩০ মাঘ ১৪৩১

যুক্তরাষ্ট্রে ফের শীতকালীন ঝড়

প্রকাশিত: ২০:৫৯, ১২ ফেব্রুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রে ফের শীতকালীন ঝড়

যুক্তরাষ্ট্রে আবারও শীতকালীন ঝড়ের দেখা দিয়েছে। বুধবার দেশটির কয়েকটি অঞ্চলে শীতকালীন ঝড়ের পর ৬ ইঞ্চির বেশি তুষারপাত দেখা যায়। এর আগে আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছিল, দ্বিতীয় শীতকালীন ঝড় শিকাগো, ডেট্রয়েট এবং কানসাস সিটি ও মিসৌরিসহ কিছু অঞ্চলে আঘাত হানতে পারে। এদিকে শীতকালীন ঝড়ে  ওয়াশিংটন ডিসি, ভার্জিনিয়া এবং পশ্চিম ভার্জিনিয়ার কিছু অংশে এক ফুটেরও বেশি তুষার পড়তে দেখা যায়। খবর ইউএসে টুডের। ন্যাশনাল ওয়েদার সার্ভিসের পূর্বাভাসে বৃহস্পতিবার পর্যন্ত শিকাগোর কিছু এলাকায় ৩-৬ ইঞ্চি পর্যন্ত তুষারপাত হওয়ার কথা বলা হয়েছে। এছাড়া মিলওয়াকি এলাকা ৫-৯ ইঞ্চি, ডেটয়েটে ৩-৫ ইঞ্চি তুষার জমে যাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছিল।  এর আগে গত ৬ জানুয়ারি যুক্তরাষ্ট্রে তুষারপাত, বরফ, বাতাস এবং নিম্নগামী তাপমাত্রার কারণে শীতকালীন ঝড় মধ্য ও দক্ষিণাঞ্চলীয় রাজ্যগুলো থেকে পূর্ব উপকূল পর্যন্ত বিপজ্জনক ভ্রমণ পরিস্থিতি সৃষ্টি করে। এর ফলে বেশ কয়েকটি রাজ্যের স্কুল এবং সরকারি অফিস বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল কর্তৃপক্ষ। সেসময় কানসাস, পশ্চিম নেব্রাস্কা এবং ইন্ডিয়ানার কিছু অংশের প্রধান সড়কগুলো তুষার ও বরফের ঢেকে গিয়েছিল। সেখানে আটকে পড়া গাড়িচালকদের সহায়তা করার জন্য রাজ্যের ন্যাশনাল গার্ড মোতায়ন করা হয়। ঘণ্টায় ৭২ কিলোমিটার বেগে ঝড়ো হওয়াসহ অন্তত ২০ সেন্টিমিটার তুষারপাতের দেখা দিয়েছিল।

×