![আর কতো লজ্জা পাবেন মোদী, এবার মোদীর সাথে হাত মেলালেন না ফরাসি প্রেসিডেন্ট আর কতো লজ্জা পাবেন মোদী, এবার মোদীর সাথে হাত মেলালেন না ফরাসি প্রেসিডেন্ট](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-3_15-53-48-2502120956.jpg)
ছবিঃ সংগৃহীত
ফ্রান্সের প্যারিসে অনুষ্ঠিত এআই সামিটে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে প্রকাশ্যে উপেক্ষা করেছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে পড়েছে এবং বিশ্বজুড়ে নানা প্রতিক্রিয়ার জন্ম দিয়েছে।
আন্তর্জাতিক কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিষয়ক এই সম্মেলনে উপস্থিত ছিলেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট, কানাডার প্রধানমন্ত্রী, জার্মানির চ্যান্সেলরসহ বিশ্বের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ব্যক্তিত্বরা। তবে আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে মোদী ও ম্যাক্রোঁর মধ্যকার ঠান্ডা সম্পর্ক।
প্রতিবেদন অনুযায়ী, মঞ্চে অন্যান্য বিশ্বনেতাদের সঙ্গে কুশল বিনিময় করলেও, মোদীর সঙ্গে করমর্দন করেননি ফরাসি প্রেসিডেন্ট। ওই মুহূর্তের ছবি ও ভিডিও ইতোমধ্যেই ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে এবং ব্যাপক আলোচনা তৈরি করেছে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক কূটনৈতিক টানাপোড়েন ও বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুর কারণেই ফরাসি প্রেসিডেন্ট এমন আচরণ করেছেন। তবে ভারত সরকার বা ফরাসি প্রশাসনের পক্ষ থেকে এখনো এ বিষয়ে আনুষ্ঠানিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।
বিশ্ব মঞ্চে দুই নেতার এই শীতল সম্পর্ক ভারত-ফ্রান্স কূটনৈতিক সম্পর্কে কী প্রভাব ফেলবে, তা নিয়ে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে।
মারিয়া