![কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১ কিয়েভে রাশিয়ার ক্ষেপণাস্ত্র হামলায় নিহত ১](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/কিয়েভ-২-1-2502120944.jpg)
ছবি: সংগৃহীত
ইউক্রেনের রাজধানী কিয়েভে রাশিয়ান ক্ষেপণাস্ত্র হামলায় বুধবার কমপক্ষে একজন বেসামরিক ব্যক্তি নিহত এবং চারজন আহত হয়েছে, যা শহরটিতে বেশ কয়েকটি দাবানলও ছড়িয়েছে।
স্থানীয় কর্মকর্তারা বলেন, বিমান প্রতিরক্ষা বাহিনী ক্ষেপণাস্ত্র হামলাকে ব্যর্থ করতে চেষ্টা করায় কয়েকটি শক্তিশালী বিস্ফোরণ রাজধানীকে কাঁপিয়ে দিয়েছিলো। যার ফলে রাতারাতি গুরুতর অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে এবং চেরনিহিভের উত্তরাঞ্চলে দুইজন আহত হয়েছে।
ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি হামলার পর জানান,"ইউক্রেনের বিরুদ্ধে এই রাশিয়ান সন্ত্রাস নিজে থেকে থামবে না," যুদ্ধের ন্যায়সঙ্গত অবসানের জন্য অংশীদারদের মধ্যে ঐক্যের আহ্বান জানিয়েছেন তিনি।
মুমু