![বরখাস্ত হলেন ইউএসএআইডির মহাপরিদর্শক বরখাস্ত হলেন ইউএসএআইডির মহাপরিদর্শক](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/3-2-2502120833.jpg)
ছবি: সংগৃহীত
ইউএসএআইডির মহাপরিদর্শকের দপ্তর থেকে একটি প্রতিবেদন প্রকাশের এক দিন পরই যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক এই উন্নয়ন সংস্থাটির মহাপরিদর্শক পল মার্টিনকে তার পদ থেকে বরখাস্ত করা হয়েছে।
এ সপ্তাহের সোমবার ইন্সপেক্টর জেনারেলের কার্যালয় থেকে একটি প্রতিবেদন দাবি করে, ইউএসএআইডি ভেঙে দেয়ার মাধ্যমে ৮.২ বিলিয়ন ডলারের অব্যয়িত সাহায্যের তদারকি করার ক্ষমতাকে পঙ্গু করে দিয়েছে ট্রাম্প প্রশাসন।
প্রতিবেদনে আরও বলা হয়, কর্মী ছাঁটাই এবং কাজ বন্ধের আদেশের ফলে করদাতাদের অর্থায়নে প্রাপ্ত সাহায্য তাদের হাতে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।
উল্লেখ্য, ২০২৩ সালের ডিসেম্বর থেকে সংস্থাটির মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করছিলেন পল মার্টিন। এই পদের জন্য মার্কিন সিনেটরের অনুমোদনের প্রয়োজন হয়। তাকে এভাবে পদ থেকে সরিয়ে দেয়ায় একধরনের নাজুক পরিস্থিতি তৈরি হয়েছে।
মুমু