![বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে প্রাণ গেল তরুণীর! বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে প্রাণ গেল তরুণীর!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/17-2502120558.jpg)
ছবি: সংগৃহীত
ভারতের মধ্যপ্রদেশে এক বিয়ের অনুষ্ঠানে নাচতে নাচতে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ২৩ বছর বয়সী এক তরুণী। শতাধিক অতিথির সামনে মঞ্চে নাচার সময় হঠাৎ অসুস্থ হয়ে ঢলে পড়েন তিনি।
মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বিদিশা জেলার একটি রিসোর্টে। মৃত তরুণীর নাম পরিনিতা জৈন, যিনি ইন্দোরের বাসিন্দা। চাচাতো বোনের বিয়ের অনুষ্ঠানে যোগ দিতে বিদিশায় এসেছিলেন তিনি।
সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এক ভিডিওতে দেখা যায়, ‘হলুদ সন্ধ্যা’ অনুষ্ঠানে বলিউডের জনপ্রিয় গান ‘লেহরা কে বলখা কে’-এর তালে মঞ্চে নাচছিলেন পরিনিতা। কিন্তু কিছুক্ষণের মধ্যেই হঠাৎ মঞ্চে লুটিয়ে পড়েন তিনি। উপস্থিত অতিথিদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
অনুষ্ঠানে থাকা পরিবারের সদস্যদের মধ্যে যারা চিকিৎসক ছিলেন, তারা দ্রুতই তাকে সিপিআর দেওয়ার চেষ্টা করেন। তবে কোনো সাড়া না পাওয়ায় দ্রুত এক বেসরকারি হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
পরিনিতা ছিলেন একজন এমবিএ গ্র্যাজুয়েট এবং ইন্দোরের দক্ষিণ তুকোগঞ্জ এলাকায় বাবা-মায়ের সঙ্গে বসবাস করতেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তার ছোট ভাইও মাত্র ১২ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিল।
উল্লেখ্য, মধ্যপ্রদেশে নাচতে নাচতে মৃত্যুর ঘটনা এটিই প্রথম নয়। এর আগে, গত বছরের অক্টোবরে আগর-মালওয়া জেলায় ক্রিকেট খেলতে গিয়ে ১৫ বছর বয়সী এক কিশোর হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যায়। একইভাবে, ইন্দোরে একটি যোগ অনুষ্ঠানে মঞ্চে নাচার সময় ৭৩ বছর বয়সী এক ব্যক্তিও হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন।
এই ধরনের আকস্মিক মৃত্যুর ঘটনা সমাজে উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, সুস্থ ব্যক্তিরাও হঠাৎ করে হার্ট অ্যাটাকের শিকার হতে পারেন, যা হৃদযন্ত্রের সুস্থতা নিয়ে নতুন করে ভাবার প্রয়োজনীয়তা তুলে ধরছে।
ভিডিও দেখুন: https://www.facebook.com/share/r/164LGntjp1/
এম.কে.