![গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি নেতানিয়াহুর](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/ee-75-2502120433.jpg)
বেঞ্জামিন নেতানিয়াহু
গাজায় যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের পর ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র গোষ্ঠী হামাস ঘোষণা করেছে, যে বন্দিরা গাজায় আটক রয়েছে তাদের মুক্তি “অনির্দিষ্টকালের” জন্য স্থগিত করা হচ্ছে। হামাসের এই পদক্ষেপের পর ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু গাজায় ফের যুদ্ধ শুরুর হুমকি দিয়েছেন।
গত ১৯ জানুয়ারি থেকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়েছিল এবং এর অংশ হিসেবে বন্দি বিনিময়সহ স্থায়ী শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য ছিল। তবে হামাসের অভিযোগ, ইসরায়েল যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করেছে, যার কারণে চুক্তির ধারাবাহিকতা বিপদে পড়েছে। হামাস জানিয়েছে, শনিবারের মধ্যে বন্দিদের মুক্তি না দিলে গাজায় যুদ্ধ আবার শুরু হবে।
নেতানিয়াহু এক পোস্টে বলেছেন, “যদি শনিবার দুপুরের মধ্যে হামাস আমাদের বন্দিদের মুক্তি না দেয়, তবে যুদ্ধবিরতি শেষ হয়ে যাবে এবং ইসরায়েলি বাহিনী হামাসকে চূড়ান্তভাবে পরাজিত না করা পর্যন্ত তীব্র লড়াই চালিয়ে যাবে।”
হামাসের মুখপাত্র আবু ওবেইদা জানিয়েছেন, তারা তাদের সমস্ত বাধ্যবাধকতা পালন করলেও ইসরায়েল চুক্তির শর্তাবলি লঙ্ঘন করেছে। ফলে বন্দি বিনিময়ের দরজা এখন বন্ধ। হামাস আরও দাবি করেছে, ইসরায়েল গাজায় মানবিক সহায়তা পাঠানো, বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফেরানো এবং মানবাধিকার লঙ্ঘন করছে।
অন্যদিকে, নেতানিয়াহু ইসরায়েলি বাহিনীকে গাজায় প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন এবং হামাসকে চুক্তি লঙ্ঘনের জন্য দোষারোপ করেছেন।
আশিক