![ভারতের হাইকোর্টে বৈবাহিক ধর্ষণ নিয়ে চাঞ্চল্যকর রায় ভারতের হাইকোর্টে বৈবাহিক ধর্ষণ নিয়ে চাঞ্চল্যকর রায়](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/ee-74-2502120403.jpg)
ছবি সংগৃহীত
ছত্তিশগড় হাইকোর্টের এক রায় ভারতে বিবাহিত নারীর প্রতি স্বামীর আচরণ সম্পর্কিত বিতর্ক তৈরি করেছে। আদালত জানিয়েছে, বিয়ের পর স্ত্রীর সঙ্গে অপ্রাকৃতিক যৌনমিলন করলে সেই ক্ষেত্রে স্বামীকে অপরাধী বলা যাবে না। এমনকি স্ত্রীর সম্মতি ছাড়া যদি সেই যৌনমিলন ঘটে তাও শাস্তির আওতায় আসবে না।
ছত্তিশগড় হাইকোর্টের বিচারপতি নরেন্দ্র কুমার ব্যাসের বেঞ্চের মতে, 'বৈবাহিক সম্পর্কের মধ্যে স্ত্রীর সম্মতি কোনও শর্ত নয়। স্ত্রীর বয়স ১৫ বছরের কম না হলে, কোনও ধরনের যৌন মিলনকে ধর্ষণ বলা যাবে না, তা তাৎক্ষণিকভাবে অপ্রাকৃতিক যৌনমিলন হোক বা স্বাভাবিক।' এই রায়ের মাধ্যমে আদালত জানিয়ে দেয় যে, ভারতে বৈবাহিক ধর্ষণ এখনও অপরাধ হিসেবে গণ্য হয় না, এবং বিয়ের পর স্ত্রীর সঙ্গে অপ্রাকৃতিক যৌনমিলনে শাস্তির বিধানও নেই।
এই মামলার পটভূমি ২০১৭ সালের ডিসেম্বর। যেখানে অভিযোগ উঠেছিল যে, স্বামী স্ত্রীর ইচ্ছার বিরুদ্ধে অপ্রাকৃতিক যৌনতায় লিপ্ত হয়েছিল, যার ফলে স্ত্রী অসুস্থ হয়ে পড়েন এবং হাসপাতালে ভর্তি করা হয়। পরে হাসপাতালেই মৃত্যু হয় তার। চিকিৎসকরা জানিয়েছেন, স্ত্রীর পেরিটোনাইটিস এবং রেকটাল ছিদ্র ছিল।
এর আগেও ভারতীয় সুপ্রিম কোর্টে বৈবাহিক ধর্ষণকে অপরাধ হিসেবে চিহ্নিত করার জন্য একটি আবেদন করা হয়েছিল, কিন্তু সুপ্রিম কোর্ট তা স্থগিত করে দেয়। কেন্দ্রীয় সরকার তখন জানায়, বিয়ের পবিত্রতা রক্ষার জন্য বৈবাহিক ধর্ষণকে অপরাধ বলার প্রয়োজন নেই।
আশিক