ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

প্রেমে পড়েছেন বিল গেটস! প্রেমিকা কে জানালেন নিজেই

প্রকাশিত: ০০:০২, ১২ ফেব্রুয়ারি ২০২৫

প্রেমে পড়েছেন বিল গেটস! প্রেমিকা কে জানালেন নিজেই

ছবি: সংগৃহীত।

বয়স শুধুমাত্র একটি সংখ্যা—এ কথার বাস্তব প্রমাণ দিলেন মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস। ৬৯ বছর বয়সে এসে তিনি নতুন করে প্রেমে পড়েছেন ৬২ বছর বয়সী পাউলা হারডেন-এর সঙ্গে।

সম্প্রতি বিল গেটস নিজেই তাদের সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে আনেন। তিনি জানান, "আমি খুবই ভাগ্যবান যে পাউলাকে সঙ্গী হিসেবে পেয়েছি। আমরা একসঙ্গে দারুণ সময় কাটাচ্ছি।" এই অকপট স্বীকারোক্তির মাধ্যমে তাঁদের সম্পর্ক নিয়ে চলমান সব জল্পনার অবসান ঘটে।

২০২১ সালে প্রাক্তন স্ত্রী মেলিন্ডা গেটসের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয় বিল গেটসের। একই বছরে পাউলা হারান তাঁর স্বামীকে, যিনি ক্যানসারে আক্রান্ত হয়ে মারা যান।

এরপর ধীরে ধীরে বিল গেটস ও পাউলার মধ্যে ঘনিষ্ঠতা বাড়ে। তাঁদের সম্পর্ক নিয়ে বেশ কিছুদিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। অবশেষে, বিল গেটস নিজেই বিষয়টি নিশ্চিত করেন, যা নেটিজেনদের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

বিল গেটস ও পাউলার নতুন সম্পর্ককে অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। ব্যক্তিগত জীবনে কঠিন সময় পার করার পর তাঁদের নতুন শুরুকে শুভেচ্ছা জানিয়েছেন অনেকে। বয়সের বাধা পেরিয়ে প্রেমের এই নতুন অধ্যায় নেটিজেনদের আলোচনার কেন্দ্রে রয়েছে।

সায়মা ইসলাম

×