![পাকিস্তানকে টেক্কা দিতে যুদ্ধবিমান কিনছে ভারত পাকিস্তানকে টেক্কা দিতে যুদ্ধবিমান কিনছে ভারত](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/in-2-2502111510.jpg)
চীনের তৈরি ৪০টি উন্নত স্টিলথ যুদ্ধবিমান কিনতে পাকিস্তান
চীনের তৈরি ৪০টি উন্নত স্টিলথ যুদ্ধবিমান কিনতে পাকিস্তান বেজিংয়ের সঙ্গে আলোচনা করছে বলে সম্প্রতি খবর পাওয়া যায়। এতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় পাকিস্তান ভারতকে ছাড়িয়ে যাবে বলে মত দেন অনেক বিশ্লেষক। তবে এর মধ্যেই ফ্রান্সের কাছ থেকে মোদি সরকার অত্যাধুনিক যুদ্ধবিমান কিনছে বলে দাবি করেছে ভারতীয় গণমাধ্যম। খবর টাইমস অব ইন্ডিয়ার।
হিন্দুস্তান টাইমস জানিয়েছে, ১ লাখ কোটি রুপির (১০.৬ বিলিয়ন ইউরো) চুক্তি প্রায় চূড়ান্ত হতে চলেছে ভারত ও ফ্রান্সের মধ্যে। এর ফলে দেশ দুটির মধ্যকার বন্ধুত্ব এবং অংশীদারিত্ব আরও দৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। এই ১ লাখ কোটি রুপির চুক্তির মধ্যে ৬৩ হাজার কোটির চুক্তি করা হয়েছে ২৬টি রাফাল মেরিন যুদ্ধবিমানের জন্য। এগুলোর মধ্যে ২২টি হলো সিঙ্গল সিটার যুদ্ধবিমান, বাকি ৪টি ডাবল সিটার।
এছাড়া ফ্রান্সের সঙ্গে আরও তিনটি স্কর্পোন সাবমেরিন তৈরির চুক্তি করতে যাচ্ছে ভারত। ভারতের মাজগাঁও ডকে তিনটি সাবমেরিন তৈরি করা হবে ফ্রান্সের সাহায্য নিয়ে। উল্লেখ্য, বর্তমানে ফ্রান্স সফরে রয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তার মধ্যেই টাইমস অব ইন্ডিয়ার রিপোর্টে দাবি করা হয়েছে, ক্যাবিনেট কমিটি ফর সিকিউরিটি চূড়ান্ত সবুজ সংকেত দিলেই রাফায়েল এবং সাবমেরিনের চুক্তি চূড়ান্ত হয়ে যাবে।
মোদি যুক্তরাষ্ট্র সফর সেরে ভারতে ফিরলেই এই লাখ কোটি টাকার চুক্তি সম্পন্ন করা হতে পারে বলে দাবি করা হয়েছে রিপোর্টে। উল্লেখ্য, ভারতের প্রথম বিমানবাহী রণতরী আইএনএস বিক্রান্তের জন্য ২৬টি রাফায়েল মেরিন বিমান কিনতে ফ্রান্সের সঙ্গে বাণিজ্যিক আলোচনা শুরু হয়েছিল। রিপোর্ট অনুযায়ী, ২০২৪ সালের সেপ্টেম্বরের শেষ সপ্তাহে ফ্রান্স থেকে একটি প্রতিনিধি দল ভারতে এসেছিল। সেই সময়ই ভারত ও ফ্রান্সের মধ্যে কৌশলগত আলোচনা হয়।