ঢাকা, বাংলাদেশ   বুধবার ১২ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

সীমান্তে আরবি-উর্দু রেডিও সিগন্যাল, বিএসএফের সতর্কতা!

প্রকাশিত: ২০:১৮, ১১ ফেব্রুয়ারি ২০২৫

সীমান্তে আরবি-উর্দু রেডিও সিগন্যাল, বিএসএফের সতর্কতা!

ছবি: সংগৃহীত

বাংলাদেশ-ভারত সীমান্তে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে সন্দেহজনক রেডিও সিগন্যাল। ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ জানিয়েছে, সম্প্রতি দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি সীমান্তবর্তী জেলায় উর্দু ও আরবি ভাষায় কোডেড রেডিও সিগন্যাল শনাক্ত করা হয়েছে। এতে সীমান্ত নিরাপত্তা নিয়ে নতুন করে আশঙ্কা দেখা দিয়েছে।

ভারতের স্থানীয় গণমাধ্যম নিউজ নাইন-এর প্রতিবেদনে বলা হয়েছে, বসিরহাট, বনগাঁ এবং সুন্দরবনের আশপাশের এলাকাগুলোতে গত কয়েক মাস ধরেই গভীর রাতে—বিশেষ করে রাত ১টা থেকে ৩টার মধ্যে—এই সন্দেহজনক রেডিও বার্তাগুলো ধরা পড়ছে। বিএসএফ জানিয়েছে, বার্তাগুলোর সুনির্দিষ্ট উৎস শনাক্ত করার চেষ্টা করলেই সেগুলো আচমকাই বন্ধ হয়ে যাচ্ছে, যা আরও সন্দেহ বাড়াচ্ছে।

এ পরিস্থিতিতে বিএসএফ এসব রেডিও সিগন্যালের বিশ্লেষণের জন্য সেগুলো কলকাতায় পাঠিয়েছে। নিরাপত্তা বিশ্লেষকরা আশঙ্কা করছেন, এগুলো কোনো অবৈধ কার্যক্রমের সঙ্গে যুক্ত থাকতে পারে। অতীতে বিভিন্ন সন্ত্রাসী গোষ্ঠীও গোপন যোগাযোগের জন্য হ্যান্ড রেডিও ব্যবহার করেছে বলে জানা যায়।

এদিকে, বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্প্রতি রাজনৈতিক টানাপোড়েন এবং সীমান্তে উত্তেজনা বাড়ছে। ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা পুনরায় ক্ষমতায় আসার পর থেকে ভারত-বাংলাদেশ সম্পর্ক নতুন করে উত্তপ্ত হয়েছে। এর মধ্যেই সন্দেহজনক এই রেডিও বার্তাগুলো শনাক্ত হওয়ায় বিষয়টি নিয়ে বিশেষ সতর্ক অবস্থানে রয়েছে ভারতীয় কর্তৃপক্ষ। সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা আরও কঠোর করা হয়েছে বলে জানিয়েছে বিএসএফ।

ভিডিও দেখুন: https://youtu.be/JLcAvkK7Zok?si=x6szW8fXl8yql1eV

এম.কে.

×