![ভারতের আকাশে মুখোমুখি রাশিয়া-আমেরিকার যুদ্ধবিমান! ভারতের আকাশে মুখোমুখি রাশিয়া-আমেরিকার যুদ্ধবিমান!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/08-2502111344.jpg)
ছবি: সংগৃহীত
ভারতের বেঙ্গালুরুতে আয়োজিত এয়ারো ইন্ডিয়া এয়ার শো ২০২৩-এ প্রথমবারের মতো একই মঞ্চে দেখা গেল বিশ্বের দুই পরাশক্তি যুক্তরাষ্ট্র ও রাশিয়ার অত্যাধুনিক যুদ্ধবিমান—এফ-৩৫ ও সুখোই-৫৭। এর আগে মার্কিন এফ-৩৫ একাধিকবার ভারতের এয়ার শোতে অংশ নিলেও, রুশ পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান সুখোই-৫৭ এর এটি প্রথম ভারত সফর।
রাশিয়া সম্প্রতি ভারতকে সুখোই-৫৭ সরবরাহের প্রস্তাব দিয়েছে। এমন সময়েই এই বিমান প্রদর্শন রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। শোনা যাচ্ছে, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন শিগগিরই ভারত সফরে আসতে পারেন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে সুখোই-৫৭ উৎপাদন প্রকল্প নিয়ে আলোচনা হতে পারে।
এফ-৩৫ ও সুখোই-৫৭, উভয়ই পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান, তবে সামরিক বিশ্লেষকদের মতে, প্রযুক্তি ও সক্ষমতার দিক থেকে মার্কিন এফ-৩৫ বেশ কয়েক ধাপ এগিয়ে। এফ-৩৫-এর প্রধান শক্তি এর উন্নত কম্পিউটিং মিশন সিস্টেম, দীর্ঘপাল্লার সেন্সর এবং শক্তিশালী কেন্দ্রীয় কম্পিউটার। এটি একমাত্র পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমান যা পারমাণবিক অস্ত্র বহন করতে সক্ষম।
অন্যদিকে, রাশিয়ার সুখোই-৫৭ সুপারসনিক গতির দ্বৈত ইঞ্জিনযুক্ত একটি শক্তিশালী যুদ্ধবিমান। এতে রয়েছে উন্নত অনবোর্ড কম্পিউটার, শরীরজুড়ে ছড়িয়ে থাকা রাডার ব্যবস্থা এবং স্বয়ংক্রিয় কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি, যা পাইলটের কাজ সহজ করে। এটি দূর ও স্বল্প পাল্লার ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম।
তবে প্রযুক্তিগত দিক থেকে মার্কিন এফ-৩৫ এখনই ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান তৈরির দিকে এগিয়ে যাচ্ছে বলে মনে করছেন সামরিক বিশেষজ্ঞরা। অন্যদিকে, রাশিয়াও সুখোই সিরিজের যুদ্ধবিমান উন্নত করতে নিরবচ্ছিন্ন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। ভারতের আকাশে এই দুই পরাশক্তির উপস্থিতি নতুন কৌশলগত জোট ও প্রতিযোগিতার ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ভিডিও দেখুন: https://youtu.be/mo2YvFenCNE?si=aJrSq4naR2o_NATY
এম.কে.