ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

সামরিক দিক থেকে এক হচ্ছে তুরস্ক-পাকিস্তান, চাপে ভারত!

প্রকাশিত: ১৬:৪৬, ১১ ফেব্রুয়ারি ২০২৫

সামরিক দিক থেকে এক হচ্ছে তুরস্ক-পাকিস্তান, চাপে ভারত!

ছবিঃ সংগৃহীত

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোয়ান এই সপ্তাহে পাকিস্তান সফরে আসছেন, যা মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং পাকিস্তান নিয়ে চার দিনের এক কূটনৈতিক সফরের অংশ। তার এই সফরের মূল লক্ষ্য হচ্ছে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করা, বিশেষ করে প্রতিরক্ষা সহযোগিতার ক্ষেত্রে।

সূত্র জানায়, পাকিস্তান নৌবাহিনীর জন্য তুরস্কের নৌযান ক্রয় এবং পূর্ববর্তী যৌথ নৌ মহড়া Turgutreis-XI-এর মতো ভবিষ্যৎ সামরিক সহযোগিতা নিয়ে আলোচনা হবে।

এর আগে, তুরস্কের প্রেসিডেন্ট এরদোয়ান ও পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি ইস্তাম্বুলে এক বৈঠকে মিলিত হন, যেখানে পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় নিয়ে মতবিনিময় হয়। এছাড়া, ২০২৪ সালের সেপ্টেম্বরে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফও এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করেন।

এরদোয়ানের আসন্ন সফর কেবল প্রতিরক্ষা ক্ষেত্রেই নয়, বরং বাণিজ্য, বিনিয়োগ এবং অন্যান্য কৌশলগত বিষয়ে পাকিস্তান-তুরস্ক সম্পর্ক আরও দৃঢ় করার সুযোগ সৃষ্টি করবে বলে আশা করা হচ্ছে।

×