![সাবধান! কিউআর কোড দিয়ে প্রতারণা সাবধান! কিউআর কোড দিয়ে প্রতারণা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/Screenshot-2024-12-27-120125-PM-1-2502110649.jpg)
ছবি : সংগৃহীত
ডিজিটাল প্রতারণা দিন দিন বেড়েই চলছে। কিআর কোডের মাধ্যমে এমনি এক ঘটনা ঘটেছে ভারতের কলকাতা শহরের পার্ক সার্কাসের এক রেস্টুরেন্টে।
কিআর কোডের মাধ্যমে প্রতারণার করে ১ লাখ টাকা আত্মসাত করেছে রেস্টুরেন্টের দুই কর্মী। এ ঘটনায় অভিযুক্ত ক্যাশিয়ার ও এক পরিচারককে গ্রেপ্তার করেছে পুলিশ।
তদন্তে উঠে এসেছে, ক্রেতারা খাবারের বিল দেওয়ার জন্য কিউআর কোড স্ক্যান করলে, সেই টাকা রেস্টুরেন্টের অফিসিয়াল অ্যাকাউন্টে না গিয়ে ক্যাশিয়ারের ব্যক্তিগত অ্যাকাউন্টে চলে যেত।
পরিচারক প্রসেনজিৎ প্রথমে বিল সংগ্রহ করত এবং অনলাইন পেমেন্টের অনুরোধ পেলে ক্যাশিয়ারের কাছে যেত। ক্যাশিয়ার নিজের ব্যক্তিগত কিউআর কোড স্ক্যান করার জন্য প্রসেনজিতের মাধ্যমে গ্রাহকদের নিজের কাছে নিয়ে আসতেন।
এই কৌশলে বিগত কয়েক মাসে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয় তারা।
শিলা ইসলাম