ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

রোমানিয়ার প্রেসিডেন্টের পদত্যাগের ঘোষণা

প্রকাশিত: ১২:১৩, ১১ ফেব্রুয়ারি ২০২৫; আপডেট: ১২:৪১, ১১ ফেব্রুয়ারি ২০২৫

রোমানিয়ার প্রেসিডেন্টের  পদত্যাগের ঘোষণা

ছবি: সংগৃহীত

রুমানিয়ার প্রেসিডেন্ট ক্লাউস ইওহানিস ১০ ফেব্রুয়ারি, সোমবার তার পদত্যাগপত্র জমা দিয়েছেন। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

রুশ হস্তক্ষেপের অভিযোগে নির্বাচন বাতিল হওয়ার পর পুনর্নির্বাচনের আগে তার পদত্যাগের ওপর চাপ বাড়ছিল। তবে ইওহানিস জানান, মে মাসে তার উত্তরসূরি নির্বাচিত না হওয়া পর্যন্ত তিনি দায়িত্ব পালন করবেন। গত ডিসেম্বরে রুমানিয়ার শীর্ষ আদালত রুশ হস্তক্ষেপের অভিযোগে এবং প্রথম রাউন্ডে অপ্রত্যাশিতভাবে উগ্র ডানপন্থী প্রার্থীর বিজয়ের পর নির্বাচনের ফলাফল বাতিল করে।

ইওহানিস বলেন, “আমি রোমানিয়ার জনগণকে সংকট থেকে বাঁচাতে প্রেসিডেন্টের পদ থেকে পদত্যাগ করছি।” বুধবার আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করার কথা জানিয়ে তিনি বলেন, তার পদত্যাগ রুমানিয়ার জনগণের জন্য একটি বিজয়।

আঁখি

×