![এবার বাংলা ভাষার বিরোধিতা করলেন ইলন মাস্ক! এবার বাংলা ভাষার বিরোধিতা করলেন ইলন মাস্ক!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/১০-10-2502110609.jpg)
ছবি: সংগৃহীত
লন্ডনের হোয়াইটচ্যাপেল স্টেশনে বাংলা ভাষায় সাইনবোর্ড স্থাপন নিয়ে সাম্প্রতিক বিতর্কে টেসলা ও স্পেসএক্সের সিইও ইলন মাস্কও প্রতিক্রিয়া জানিয়েছেন। গ্রেট ইয়ারমাউথের এমপি রুপার্ট লো এই দ্বিভাষিক সাইনবোর্ডের বিরোধিতা করে বলেছেন, এটি লন্ডন। স্টেশনের নাম ইংরেজিতে এবং শুধুমাত্র ইংরেজিতে হওয়া উচিত। ইলন মাস্ক তার এই বক্তব্যে সহমত প্রকাশ করে এক্সে লিখেছেন, হ্যাঁ।
এনডিটিভি জানিয়েছে, ২০২২ সালে হোয়াইটচ্যাপেল স্টেশনে বাংলা ভাষায় সাইনবোর্ড স্থাপন করা হয়, যা পূর্ব লন্ডনে বসবাসকারী বাংলাদেশি সম্প্রদায়ের অবদানকে স্বীকৃতি দেয়। টাওয়ার হ্যামলেটস কাউন্সিল এই উদ্যোগকে সমর্থন করে এবং স্থানীয় সম্প্রদায়ের সাথে সংযোগ বৃদ্ধির লক্ষ্যে এই সাইনবোর্ড স্থাপন করে। এই অঞ্চলটি যুক্তরাজ্যের সবচেয়ে বড় বাংলাদেশি সম্প্রদায়ের আবাসস্থল।
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই পদক্ষেপের প্রশংসা করে এক্সে লিখেছিলেন, গর্বিত যে লন্ডন টিউব রেল হোয়াইটচ্যাপেল স্টেশনে বাংলা ভাষাকে সাইনবোর্ডের ভাষা হিসেবে গ্রহণ করেছে, যা ১০০০ বছরের পুরনো ভাষার ক্রমবর্ধমান বৈশ্বিক গুরুত্ব এবং শক্তির প্রতীক।
শিহাব