![মরক্কোতে ৫.৪ মাত্রার ভূমিকম্প মরক্কোতে ৫.৪ মাত্রার ভূমিকম্প](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/tremor-12863604-2502110538.jpg)
ছবি: সংগৃহীত
মরক্কোর উত্তরাঞ্চলে ৫.৪ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। ১১ ফেব্রুয়ারি, মঙ্গলবার ভোরে স্থানীয় সময় এই ভূমিকম্পটি অনুভূত হয়।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্র ছিল কাসার এল কেবিরের কাছে এবং এটি রাজধানী রাবাত থেকে ২০০ কিলোমিটার (১২৫ মাইল) দক্ষিণে অবস্থিত। তবে, ভূমিকম্পের ফলে এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
উল্লেখযোগ্য যে, ২০২৩ সালের সেপ্টেম্বরে মরক্কোতে ৬.৮ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছিল।
আঁখি