ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে, থাকবে: মমতা

প্রকাশিত: ১০:৩৯, ১১ ফেব্রুয়ারি ২০২৫

আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে, থাকবে: মমতা

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলাদেশে জয় বাংলা স্লোগান নিয়ে প্রবল বিতর্ক শুরু হয়েছে। যা আদালত পর্যন্ত গড়িয়েছে। এদিকে, যুক্তরাজ্যের বিভিন্ন জায়গায় বাংলায় লেখা জয় বাংলা স্লোগান মুছে ফেলা হচ্ছে বলে খবর ছড়িয়েছে পড়েছে চারদিকে।

এই খবর শোনার পর পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফুঁসে উঠেছেন। তিনি স্পষ্ট ভাষায় বলেছেন, আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে এবং থাকবে। কারণ এই স্লোগান কাজি নজরুল ইসলামের একটি কবিতা থেকে নেওয়া হয়েছে। বাংলা ও বাঙালির গর্ব প্রকাশ করার জন্য ‘জয় বাংলা’ স্লোগান দেওয়া হয়। বাংলাদেশে যাই হোক, আমাদের এখানে জয় বাংলা স্লোগান আছে এবং থাকবে।’‌

সূত্র: হিন্দুস্তান টাইমস

আশিক

×