![নাকে খত দিয়ে বাংলাদেশকে ডাকছে ত্রিপুরা! নাকে খত দিয়ে বাংলাদেশকে ডাকছে ত্রিপুরা!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/৫-12-2502110330.jpg)
ছবি: সংগৃহীত
আবারও নরম হচ্ছে ভারতের সুর। আগরতলায় এক সংবাদ সম্মেলনে দেশটির ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কন্ঠে এবার কান্না জড়ানো আকুতি। এর আগে ভারতের হিন্দুত্ববাদী সংগঠন ত্রিপুরার আগরতলায় বাংলাদেশের সহকারী কমিশনে ঢুকে হামলা চালায় এবং বাংলাদেশের জাতীয় পতাকারও অবমাননা করে তারা।
তবে এই ঘটনার কোন ব্যবস্থা নিতে দেখা যায়নি ত্রিপুরার রাজ্য সরকারকে। এতে বাংলাদেশ এবং ভারতের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়। শেষ অবধি নিরাপত্তাজনিত কারণে ভিসা ও কনসুলার কার্যক্রম বন্ধ করে দেয় বাংলাদেশ। তখন বেশ শক্ত অবস্থানে থাকে ত্রিপুরা রাজ্য সরকারসহ ভারতের কেন্দ্রিয় সরকার।
উল্টো দিকে চাপ সৃষ্টি করে বাংলাদেশ। একমাস পার হতেই সেই চাপে নতজানু হয় রাজ্য সরকার। এমনটাই আভাস পাওয়া যায় ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহার কণ্ঠে।
ভিডিও লিংক: https://www.youtube.com/watch?v=T41ELnmrU8k
শিহাব