![কৃষ্ণাঙ্গদের তাড়িয়ে শ্বেতাঙ্গদের আশ্রয় দিতে চান ট্রাম্প! কৃষ্ণাঙ্গদের তাড়িয়ে শ্বেতাঙ্গদের আশ্রয় দিতে চান ট্রাম্প!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/২-10-2502110231.jpg)
ছবি: সংগৃহীত
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ক্ষমতা গ্রহণের পর অবৈধ অভিবাসীদের দেশছাড়া করার ঘোষণা দেন। এবার তিনি দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার প্রস্তাব দিয়েছেন। খবর আল জাজিরার।
তবে ‘আফ্রিকানার’ শ্বেতাঙ্গ জনগণ এ প্রস্তাব প্রত্যাখ্যান করেছে। দক্ষিণ আফ্রিকার ভূমি বৈষম্য এখনও রয়েছে। সেখানে কৃষিজমির ৭৫ শতাংশ মালিক শ্বেতাঙ্গরা। আর কৃষ্ণাঙ্গরা মাত্র ৪ শতাংশ জমির মালিক।
সম্প্রতি প্রেসিডেন্ট রামাফোসা দক্ষিণ আফ্রিকায় ভূমি অধিগ্রহণ আইন সই করেছেন। এতে ট্রাম্প প্রশাসনের ক্ষোভের মুখে পড়ে। ট্রাম্প দক্ষিণ আফ্রিকায় সহায়তা বন্ধ করে দিয়ে শ্বেতাঙ্গদের যুক্তরাষ্ট্রে আশ্রয় দেওয়ার নির্দেশ দেন। তবে আফ্রিকানারদের বেশিরভাগ লবি গ্রুপ ট্রাম্পের এই প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে।
আফ্রিফোরামের সিইও কালি ক্রিল বলেন, যারা আফ্রিকানার সংস্কৃতি বিসর্জন দিতে চায়, তারা শুধু প্রবাসে যেতে চাইবে।
শিহাব