ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

এবার ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে উত্তাল ইউরোপ!

প্রকাশিত: ০৭:৩৪, ১১ ফেব্রুয়ারি ২০২৫

এবার ট্রাম্পের শুল্ক নীতির বিরুদ্ধে উত্তাল ইউরোপ!

ছবি সংগৃহীত

আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইস্পাত এবং অ্যালুমিনিয়াম পণ্যের ওপর ২৫% আমদানি শুল্ক বসানোর ঘোষণা দেওয়ার পর ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) তার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে প্রস্তুতি নিচ্ছে।

এনিয়ে ফরাসি বিদেশমন্ত্রী জঁ নোয়েল ব্যরো বলেন, "আমরা আমাদের স্বার্থরক্ষায় কোনও পদক্ষেপ করতে পিছপা হবো না।" ট্রাম্পের ২০১৮ সালের শুল্ক সিদ্ধান্তের সাথে তুলনা করে তিনি আরও বলেন, "তখনও আমরা পাল্টা পদক্ষেপ নিয়েছিলাম এবং এবারও তা করতে হবে।"

ইইউ প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেয়েন জানিয়ে দিয়েছেন, "যদি আমেরিকা আমাদের উপর অন্যায় চাপ দেয়, তাহলে ইউরোপ সমুচিত জবাব দেবে।"

ইউরোপীয় ইউনিয়ন আমেরিকার বৃহত্তম বাণিজ্যিক অংশীদার এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বার্ষিক প্রায় ১৫ লক্ষ কোটি ইউরো। তবে, ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে উভয় পক্ষের বাণিজ্যে ক্ষতির আশঙ্কা তৈরি হয়েছে।

ইইউ জানিয়েছে, যদি ট্রাম্প এই শুল্ক নীতি কার্যকর করেন, তাহলে তারা আমেরিকার পণ্যের ওপর পাল্টা শুল্ক আরোপ করতে পারে। এর ফলে বিশ্ব বাণিজ্যে এক নতুন সংঘাতের জন্ম হতে পারে বলে মনে করেন বাণিজ্য বিশেষজ্ঞরা।

সূত্র: আনন্দবাজার

আশিক

×