ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

গাজায় এক মাসে ৭ ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল

প্রকাশিত: ২০:২৩, ১০ ফেব্রুয়ারি ২০২৫

গাজায় এক মাসে ৭ ফিলিস্তিনি সাংবাদিককে হত্যা করেছে ইসরাইল

ছবি : সংগৃহীত

গত জানুয়ারি মাসে ইসরাইলি বাহিনীর হামলায় গাজা উপত্যকায় অন্তত সাতজন ফিলিস্তিনি সাংবাদিক নিহত হয়েছেন। ফিলিস্তিনি সাংবাদিক সিন্ডিকেট (পিজেএস)-এর বরাতে এ তথ্য জানিয়েছে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা।

সোমবার (১০ ফেব্রুয়ারি) প্রকাশিত প্রতিবেদনে বলা হয়, নিহত সাংবাদিকরা হলেন— ওমর আল-দিরাউই, সাইদ আবু নাভান, আহলাম আল-তালুলি, মোহাম্মদ বশির আল-তালামিস, আকেল সালেহ, আহমেদ আল-শিয়াহ এবং আহমেদ হিশাম আবু আল-রুস।

পিজেএস জানায়, শুধু সাংবাদিকরাই নয়, তাদের পরিবারের সদস্যদের ওপরও হামলা চালিয়েছে ইসরাইলি বাহিনী। গত জানুয়ারিতে সাংবাদিকদের পরিবারের অন্তত ৯ জন সদস্য নিহত হয়েছেন, পাশাপাশি ছয়জন সাংবাদিকের ঘরবাড়ি সম্পূর্ণভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে।

গাজায় ইসরাইলি হামলা বিশ্বের ইতিহাসে সাংবাদিকদের জন্য অন্যতম ভয়াবহ সংঘাতে পরিণত হয়েছে। ১৫ মাস ধরে চলমান এই আগ্রাসনে গাজায় ২০০-র বেশি গণমাধ্যমকর্মী নিহত হয়েছেন।

মানবাধিকার সংস্থাগুলোর দাবি, ইসরাইলি বাহিনী পরিকল্পিতভাবে সাংবাদিকদের লক্ষ্যবস্তুতে পরিণত করছে, যা আন্তর্জাতিক আইনের সুস্পষ্ট লঙ্ঘন।

মো. মহিউদ্দিন

×