![ট্রাম্পের ক্লিন গাজা মিশনের কঠোর প্রতিশোধের হুশিয়ারী দিল হামাস ট্রাম্পের ক্লিন গাজা মিশনের কঠোর প্রতিশোধের হুশিয়ারী দিল হামাস](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/21-2502100945.jpg)
সম্প্রতি গাজা পুনর্গঠনের নামে ফিলিস্তিনিদের অন্য জায়গায় পাঠানোর ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার সেই প্রস্তাব তীব্রভাষায় প্রত্যাখান করেছে হামাস যোদ্ধা ও ফিলিস্তিনের সাধারণ জনগণ।
হামাস যোদ্ধারা জানায়, ’ডোনাল্ড ট্রাম্পকে বলছি- এই মাটি ছেড়ে আমরা কেউ কোথাও যাব না। শরীরের শেষ রক্তবিন্দু পর্যন্ত ফিলিস্তিনিরা এখানেই থাকবে। সতর্ক করছি, গাজায় রাজত্ব করতে আসলে তার উপযুক্ত শাস্তি দেওয়া হবে এবং এর কোনো বিকল্প নেই।
দীর্ঘ পনেরো মাসের নারকীয় তান্ডব আর দিনরাত বর্বর হামলায় দিশেহারা গাজাবাসী। হালনাগাদ তথ্য বলছে ,যুদ্ধে ইসরাইলের ধ্বংসযজ্ঞে প্রাণ হায়িয়েছ প্রায় ৬২ হাজার গাজাবাসী। প্রাণ বাঁচাতে ছুটে বেরিয়েছেন উপত্যাকার এ মাথা থেকে ও মাথা। তারপরও ছাড়েননি প্রিয় মাতৃভূমি।
গাজায় যুদ্ধের শুরু থেকে শেষ পর্যন্ত ঢাল হয়ে ছিল স্বাধীনতাকামী সংগঠন হামাসের যোদ্ধারা। ইসরাইলী হামলায় রক্তের গঙ্গা বইয়ে গেলেও হার মানেনি তারা। একের পর এক শীর্ষ নেতাদের হারিয়েও সাধারণ মানুষদের বাঁচাতে যুদ্ধ চালিয়ে গিয়েছেন তারা।
ধ্বংসস্তূপ থেকেই আবার নতুন করে জীবন শুরু করতে বদ্ধপরিকর গাজাবাসী। নিজ ভূমি ছেড়ে যাবেন না কোথাও।
সূত্র: যমুনা টিভি
ইসরাত জাহান