ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

মজা নয় সত্য কথাই বলেছিলেন ট্রাম্প

প্রকাশিত: ১৪:৩৭, ১০ ফেব্রুয়ারি ২০২৫

মজা নয় সত্য কথাই বলেছিলেন ট্রাম্প

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি কানাডাকে যুক্তরাষ্ট্রের ৫১তম অঙ্গরাজ্য হিসেবে অন্তর্ভুক্ত করার প্রস্তাব দিয়েছেন, যা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। ট্রাম্পের মতে, কানাডা যুক্তরাষ্ট্রের ভর্তুকির ওপর নির্ভরশীল এবং একীভূত হলে উভয় দেশই অর্থনৈতিক ও সামরিকভাবে লাভবান হবে। 

ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে পোস্ট করে বলেন, "কানাডা আমাদের প্রিয় ৫১তম অঙ্গরাজ্য হওয়া উচিত, যা কানাডার জনগণের জন্য অনেক কম কর ও আরও ভালো সামরিক সুরক্ষা নিশ্চিত করবে এবং কোনো শুল্ক থাকবে না।" 

মার্কিন গণমাধ্যম বক্স নিউজে দাবা এক সাক্ষাৎকারে ডোনাল্ড ট্রাম্প বলেন রসিকতা নয় তিনি সত্যিই কানাডাকে যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য বানাতে চেয়েছেন। এবং এর পেছনে আছে আর্থিক ফায়দা।

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো এই প্রস্তাব সরাসরি নাকচ করে দিয়েছেন। তিনি বলেন, কানাডা যুক্তরাষ্ট্রের অংশ হবে—এমন কিছু হওয়ার কোনো সুযোগ নেই। 

ট্রাম্পের এই প্রস্তাব এবং সাম্প্রতিক বাণিজ্যিক উত্তেজনা যুক্তরাষ্ট্র ও কানাডার দীর্ঘস্থায়ী মিত্রতার মধ্যে নতুন চ্যালেঞ্জ সৃষ্টি করেছে। 
 

শিলা ইসলাম

×