ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

ইসরায়েল এখন মধ্যপ্রাচ্যের হাসির পাত্র!

প্রকাশিত: ১২:৩৪, ১০ ফেব্রুয়ারি ২০২৫

ইসরায়েল এখন মধ্যপ্রাচ্যের হাসির পাত্র!

ছবি সংগৃহীত

ইসরায়েলের সাবেক জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন-গভির গাজায় যুদ্ধ পরিচালনা নিয়ে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর কঠোর সমালোচনা করেছেন। তিনি বলেছেন, ইসরায়েল এখন "মধ্যপ্রাচ্যের হাসির পাত্র" হয়ে উঠেছে।

রোববার (৯ ফেব্রুয়ারি) স্থানীয় রেডিও স্টেশন কোল বারামাকে দেওয়া এক সাক্ষাৎকারে এই মন্তব্য করেন চরম ডানপন্থি এই রাজনীতিবিদ।

বেন-গভির দাবি করেন,“সরকারের একমাত্র মানুষ” যিনি গাজায় মানবিক সহায়তা প্রদানের বিরোধিতা করেছিলেন। তিনি দাবি করেন, তার এই অবস্থান গাজার “পরিস্থিতি সম্পূর্ণরূপে পরিবর্তন করতে পারত।”

মার্কিন চাপের কাছে মাথানত করায় নেতানিয়াহুর সমালোচনা করেন তিনি। বেন-গভির বলেন, "শুধুমাত্র বাইরের চাপের ওপর ভিত্তি করে কোনো দেশ চালানো যায় না।" তার দাবি, ইসরায়েলের উচিত ছিল গাজায় জ্বালানি ও মানবিক সহায়তা বন্ধ করা, কারণ এটি হামাসেরই সুবিধা করে দিচ্ছে।

সাবেক এই মন্ত্রী গাজার ফিলিস্তিনিদের জন্য "স্বেচ্ছায় অভিবাসন কর্মসূচি" বাস্তবায়নের আহ্বান জানান। তিনি বলেন, "ইসরায়েলের স্বার্থে আমাদের আর সময় নষ্ট করা উচিত নয়।"

 

আশিক

সম্পর্কিত বিষয়:

×