![এক বানরেই পুরো দেশজুড়ে নেমে এল অন্ধকার! এক বানরেই পুরো দেশজুড়ে নেমে এল অন্ধকার!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/16-2502100502.jpg)
ছবি: সংগৃহীত
শ্রীলঙ্কার একটি বিদ্যুৎ উপকেন্দ্রে বানরের হানায় পুরো দেশ বিদ্যুৎহীন হয়ে পড়েছে। রোববার স্থানীয় সময় বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে, যা দেশব্যাপী বিদ্যুৎ বিপর্যয়ের কারণ হয়ে দাঁড়ায়।
সরকারি কর্মকর্তাদের বরাত দিয়ে জানা গেছে, রাজধানী কলম্বোর দক্ষিণে অবস্থিত একটি বিদ্যুৎ উপকেন্দ্রে ঢুকে পড়ে একটি বানর। ট্রান্সফরমারের সংস্পর্শে আসার পরপরই পুরো বিদ্যুৎ সরবরাহব্যবস্থা ভারসাম্যহীন হয়ে পড়ে, ফলে গোটা দেশ অন্ধকারে ডুবে যায়।
শ্রীলঙ্কার জ্বালানি মন্ত্রী কুমারা জয়াকোদি জানিয়েছেন, প্রকৌশলীরা দ্রুত পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। তিন ঘণ্টা পার হলেও বিদ্যুৎ সরবরাহ পুরোপুরি সচল হয়নি। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ চালিয়ে যাচ্ছে এবং শিগগিরই বিদ্যুৎব্যবস্থা স্বাভাবিক হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।
এই অপ্রত্যাশিত ঘটনায় সাধারণ জনগণ ভোগান্তির শিকার হলেও বিদ্যুৎ বিভাগ দ্রুত সমাধানের জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন কর্মকর্তারা।
সূত্র: বিবিসি
এম.কে.