ঢাকা, বাংলাদেশ   সোমবার ১০ ফেব্রুয়ারি ২০২৫, ২৮ মাঘ ১৪৩১

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ‘ভিসা হনুমান’ মন্দিরে ভারতীয়দের ভিড়

প্রকাশিত: ০৩:৫৪, ১০ ফেব্রুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রের ভিসা পেতে ‘ভিসা হনুমান’ মন্দিরে ভারতীয়দের ভিড়

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রে অভিবাসন নীতির কড়াকড়ির মধ্যে অনেক ভারতীয় ভিসা পাওয়ার আশায় মন্দিরে প্রার্থনা করছেন। বিশেষ করে ভারতের গুজরাট রাজ্যের আহমেদাবাদে ‘ভিসা হনুমান’ নামে পরিচিত একটি মন্দিরে ব্যাপক ভিড় দেখা যাচ্ছে।

 

সংবাদমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়, ভিসা আবেদনকারীরা তাদের পাসপোর্ট দেবতা হনুমানের সামনে রেখে প্রার্থনা করছেন। মন্দিরের পুরোহিত বিজয় ভাট বলেন, এটি পুরোপুরি বিশ্বাসের ব্যাপার। যদি কেউ মনে প্রাণে চান, তবে তা বাস্তব হতে পারে।

তিনি দাবি করেন, বহু ভক্ত পূজা করার কয়েক ঘণ্টার মধ্যেই ভিসার অনুমোদন পেয়েছেন। এমনকি যাদের আবেদন একাধিকবার প্রত্যাখ্যাত হয়েছে, তারাও এখানে এসে সফল হয়েছেন বলে জানান পুরোহিত।

মার্কিন যুক্তরাষ্ট্রে স্থায়ী হওয়া অনেক ভারতীয়র কাছে মর্যাদার বিষয়। তবে সাম্প্রতিক সময়ে কঠোর ভিসা নীতির কারণে অনেকের জন্য এটি চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ফলে, তারা আধ্যাত্মিক সহায়তা নিতে এই মন্দিরে আসছেন।

 

একজন সফটওয়্যার প্রকৌশলী জানান, তিনি যুক্তরাষ্ট্রে নতুন চাকরি পাওয়ার পর ভিসার অনুমোদনের জন্য ধন্যবাদ জানাতে মন্দিরে এসেছেন। অন্যদিকে, চন্দনা নামে এক নারী জানান, তিনি গত দুই বছর ধরে প্রতি মাসে এখানে এসে প্রার্থনা করেছেন এবং শেষ পর্যন্ত তার ইচ্ছা পূরণ হয়েছে।

দিল্লির আরেকটি হনুমান মন্দিরের পুরোহিত নারায়ণ মিশ্র বলেন, ‘মানুষ যখন হতাশ হয়ে পড়ে, তখনই তারা এখানে আসে, এটি তাদের শেষ আশ্রয়।’ ভক্তরা তাদের ইচ্ছা লিখে দেবতার সামনে রাখেন এবং বিশেষ প্রার্থনার মাধ্যমে সেই কাগজ সংরক্ষণ করা হয়।

 

তাবিব

×