![হজযাত্রীদের সাথে শিশু সঙ্গী নিষিদ্ধ করলো সৌদি আরব হজযাত্রীদের সাথে শিশু সঙ্গী নিষিদ্ধ করলো সৌদি আরব](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/dhakaprokash-soudia-children-rules-20250209200607-1-2502091920.jpg)
ছবি: সংগৃহীত।
২০২৫ সালের হজ মৌসুমে সৌদি আরব হজযাত্রীদের সঙ্গে শিশুদের নেওয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে, যা গালফ নিউজে প্রকাশিত হয়েছে।
বিবৃতিতে বলা হয়েছে, প্রতিবছর হজের সময় যে তীব্র ভিড় সৃষ্টি হয়, তার সঙ্গে সম্পর্কিত সকল ঝুঁকি থেকে শিশুদের সুরক্ষা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হজযাত্রার সময় শিশুদের নিরাপত্তা এবং সুস্থতা বজায় রাখা এবং যেকোনো ধরনের ক্ষতি থেকে তাদের রক্ষা করা এই নিষেধাজ্ঞার মূল উদ্দেশ্য।
এছাড়া, সৌদি হজ মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর হজে অংশগ্রহণের জন্য প্রাধান্য দেওয়া হবে তাদেরকে, যারা আগে হজে যাননি।
২০২৫ সালের হজ নিবন্ধন প্রক্রিয়া ডিজিটাল প্ল্যাটফর্ম, যেমন নুসুক অ্যাপ এবং সৌদি সরকারের অফিসিয়াল অনলাইন পোর্টালের মাধ্যমে সম্পন্ন করা যাবে। ইতোমধ্যে সৌদি নাগরিক এবং বাসিন্দাদের জন্য এই নিবন্ধন কার্যক্রম শুরু হয়ে গেছে।
হজযাত্রীদের তথ্য যাচাই, সঙ্গীদের সংযুক্তি এবং মাহরাম পরিবর্তনের আবেদন অনলাইনে অথবা নুসুক অ্যাপের মাধ্যমে জমা দিতে হবে।
এই সিদ্ধান্তের মাধ্যমে সৌদি আরব হজযাত্রীদের জন্য নিরাপদ ও সুষ্ঠু হজযাত্রা নিশ্চিত করতে চায়, যেখানে শিশুদের সুরক্ষার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পাবে।
নুসরাত