ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

পাকিস্তানি টিকটক তারকার রহস্যজনক মৃত্যু

প্রকাশিত: ২২:৫৪, ৯ ফেব্রুয়ারি ২০২৫

পাকিস্তানি টিকটক তারকার রহস্যজনক মৃত্যু

ছবি: সংগৃহীত।

পাকিস্তানের জনপ্রিয় টিকটক তারকা সাইকো আরবাব, যিনি সীমা গুল নামেও পরিচিত, রহস্যজনকভাবে মারা গেছেন। ২২ বছর বয়সী এই সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব পেশাওয়ারের বাসিন্দা ছিলেন। তার মরদেহ নিজ এলাকাতেই উদ্ধার করা হয়েছে।

স্থানীয় গণমাধ্যমের বরাতে জানা গেছে, খাইবার পাখতুনখোয়ার পেশাওয়ারের মেট্রোপলিটনের ওয়ারসাক রোড এলাকায় তিনি অচেতন অবস্থায় পড়ে ছিলেন। পরে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। এই মৃত্যুর ঘটনায় পুলিশ তদন্ত শুরু করেছে এবং সঠিক কারণ নির্ধারণের জন্য ময়নাতদন্তসহ অন্যান্য প্রমাণ সংগ্রহের চেষ্টা চলছে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সাইকো আরবাব অতিরিক্ত ঘুমের ওষুধ বা অন্য কোনো পদার্থ সেবন করেছিলেন, যা তার মৃত্যুর কারণ হতে পারে। তবে আশপাশের পরিস্থিতি ও অন্যান্য বিষয় নিয়ে প্রশ্ন তুলেছেন অনেকে। পুলিশ তার মৃত্যুর পেছনের প্রকৃত কারণ খুঁজে বের করতে তদন্ত অব্যাহত রেখেছে।

সীমা গুল টিকটকে ‘সাইকো আরবাব’ নামেই পরিচিত ছিলেন এবং তার অনুসারীর সংখ্যা প্রায় ৯ লাখ। তার আকস্মিক মৃত্যুতে ভক্তদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

সায়মা ইসলাম

×