ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১১ ফেব্রুয়ারি ২০২৫, ২৯ মাঘ ১৪৩১

শয়তানের অক্ষে যোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র!

প্রকাশিত: ২১:৪৮, ৯ ফেব্রুয়ারি ২০২৫

শয়তানের অক্ষে যোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র!

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়া, ইরান এবং রাশিয়ার সংযুক্তি নিয়ে নতুন ঘোষণা দিয়েছেন। "এক্সেস অফ এভো" বা "শয়তানের অক্ষ" নামক এই জোটের মধ্যে যুক্তরাষ্ট্রের যোগদান নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয়েছে।

বিগত চার বছরের শাসনামলে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বার বার এই দেশগুলোর সম্পর্কে কঠোর মন্তব্য করেছিলেন, তবে হঠাৎ করেই রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তন ঘটেছে।

এবার, প্রেসিডেন্ট ট্রাম্প নিজের ক্ষমতায় ফিরে আসার পর উত্তর কোরিয়ার সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার আগ্রহ প্রকাশ করেছেন। এক সংবাদ সম্মেলনে তিনি জানান, শীঘ্রই উত্তর কোরিয়া ও কিম জং উনের সঙ্গে সম্পর্ক পুনরায় স্থাপন করা হবে। ট্রাম্প দাবি করেন, ২০১৬ সালে নির্বাচনে বিজয়ী হওয়ার পর তার ও কিমের মধ্যে একটি ভাল সম্পর্ক গড়ে উঠেছিল, যা উত্তর কোরিয়া এবং যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য যুদ্ধ এড়াতে সাহায্য করেছিল।

ট্রাম্প আরও জানান, উত্তর কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সম্পর্ক স্থাপন বৈশ্বিক স্থিতিশীলতার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। জাপানের প্রধানমন্ত্রীর ভাষায়, এই প্রস্তাব টোকিওর পছন্দ হতে পারে, কারণ উত্তর কোরিয়ার সঙ্গে জাপানের সম্পর্কের স্নায়ু যুদ্ধের লাগাম তিনি একমাত্র টানতে পারবেন।

প্রথম মেয়াদে ক্ষমতা গ্রহণের পর থেকেই ট্রাম্প আমেরিকার পররাষ্ট্রনীতিতে পরিবর্তন আনা শুরু করেন। ২০১৭ সালে কিম জং উনকে ‘রকেটম্যান’ বলে সম্বোধন করেছিলেন, এবং পরমাণু পরীক্ষা চালিয়ে যাওয়ার ফলে দুই দেশের সম্পর্ক আরও খারাপ হবে বলে সতর্ক করেছিলেন। তবে পরবর্তীতে সম্পর্কের বরফ গলতে শুরু করে এবং ২০১৮ সালে সিঙ্গাপুরে এক সম্মেলনে অংশ নেন তারা। যদিও ২০১৯ সালের ভিয়েতনাম সম্মেলনে কোনো চুক্তিতে পৌঁছানো সম্ভব হয়নি, তবুও সম্পর্ক অব্যাহত থাকে।

এবার ট্রাম্প আরও দাবি করেছেন যে, কিম জং উনের সাথে তার সম্পর্ক একটি নতুন অধ্যায় তৈরি করবে। তিনি জানিয়েছেন, তিনি কিমের চিঠির প্রতি বিশেষ ভালোবাসা অনুভব করেন। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর ইউক্রেন যুদ্ধ দ্রুত শেষ করার জন্য তিনি প্রেসিডেন্ট জেলোনস্কি সরকারের ওপর চাপ তৈরি করছেন।

এদিকে, ট্রাম্প ইরান সম্পর্কেও আগ্রহ প্রকাশ করেছেন, যদিও বিশেষজ্ঞরা যুক্তরাষ্ট্রের "এক্সেস অফ এভো" জোটের সদস্য হওয়ার সম্ভাবনা পুরোপুরি অস্বীকার করছেন না। তাদের মতে, রাজনীতিতে কখনোই শেষ কথা বলা যায় না, তাই পরিস্থিতি পরিবর্তন হতে পারে।

ভিডিও দেখুন: https://youtu.be/P9CTqzXhGa8?si=1b3jieAXs0wLIctR

এম.কে.

×