![মোদি-ট্রাম্প বৈঠকে এবার ধানমন্ডি ৩২ ভাঙা নিয়ে কী কথা উঠবে? যা জানালেন ভারতের পররাষ্ট্র সচিব মোদি-ট্রাম্প বৈঠকে এবার ধানমন্ডি ৩২ ভাঙা নিয়ে কী কথা উঠবে? যা জানালেন ভারতের পররাষ্ট্র সচিব](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-0_21-38-29-2502091545.jpg)
ছবিঃ সংগৃহীত
ভারত ইঙ্গিত দিয়েছে যে, আঞ্চলিক পরিস্থিতির আলোকে বাংলাদেশ ইস্যু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আসন্ন বৈঠকে আলোচনা হতে পারে। শুক্রবার নয়াদিল্লিতে এক সংবাদ সম্মেলনে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী বলেন, "আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হবে। বাংলাদেশ সংক্রান্ত বিষয়ও আলোচনায় আসতে পারে বলে আমি মনে করি।"
সম্প্রতি বাংলাদেশে ঘটে যাওয়া কিছু ঘটনা, বিশেষ করে ঐতিহাসিক ধানমন্ডি ৩২ নম্বরের বাসভবনে হামলার প্রসঙ্গ টেনে এক সাংবাদিক জানতে চান, প্রধানমন্ত্রী মোদি এই বিষয়ে ট্রাম্পের সঙ্গে আলোচনা করবেন কি না। উত্তরে ভারতীয় পররাষ্ট্র সচিব বলেন, "ওয়াশিংটনে আলোচনায় এটি উঠবে কি না, তা আমি নিশ্চিত করে বলতে পারছি না।"
প্রধানমন্ত্রী মোদি আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন, যা মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের দ্বিতীয় দফা শাসনামলে তাঁর প্রথম সরকারি সফর। বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাসভবন নিয়ে সম্প্রতি ভারত যে বিবৃতি দিয়েছে, সেটির কথাও পররাষ্ট্র সচিব মনে করিয়ে দেন।
তিনি বলেন, "কোনো দেশের কূটনৈতিক ভবন ও স্মৃতিস্তম্ভের নিরাপত্তা নিশ্চিত করা সে দেশের দায়িত্ব। আমরা নিশ্চিত যে বাংলাদেশ সরকার তাদের দায়িত্ব সম্পর্কে সচেতন।" বাংলাদেশ ও ভারতের মধ্যে পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট সম্পর্ক গড়ে তোলার চেষ্টা চলছে এবং উভয় দেশই সে লক্ষ্যে কাজ করছে বলে জানিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার।
এই সফর দুই দেশের কূটনৈতিক ও আঞ্চলিক সম্পর্ককে আরও গভীর করতে পারে বলে মনে করা হচ্ছে।
মারিয়া