ঢাকা, বাংলাদেশ   রোববার ০৯ ফেব্রুয়ারি ২০২৫, ২৭ মাঘ ১৪৩১

মরতে যাব নাকি মহাকুম্ভে? 

প্রকাশিত: ০৮:২০, ৯ ফেব্রুয়ারি ২০২৫

মরতে যাব নাকি মহাকুম্ভে? 

ছবি: সংগৃহীত

সম্প্রতি কমেডিয়ান ভারতী সিং মহাকুম্ভ মেলা নিয়ে একটি মন্তব্য করে বিতর্কের সম্মুখীন হয়েছেন। এক সাক্ষাৎকারে তাঁকে মহাকুম্ভে যাওয়ার বিষয়ে প্রশ্ন করা হলে তিনি পাল্টা প্রশ্ন করেন, "অজ্ঞান হয়ে মরতে যাব নাকি মহাকুম্ভে? নাকি প্রিয়জনের থেকে আলাদা হতে যাব?" পরে তিনি বলেন, "আসলে আমি সত্যিই মহাকুম্ভে যেতে চেয়েছিলাম। কিন্তু নিত্যদিন সেখান থেকে এমন দুঃখজনক খবর শুনতে পাচ্ছি যে, আর যাওয়ার ইচ্ছে নেই। আর আমার ছেলে গোলাকে নিয়ে সেখানে যাওয়ার কথা ভাবতেও পারছি না। প্রশ্নই ওঠে না।" 

ভারতীর এই মন্তব্যের পর সামাজিক মাধ্যমে সমালোচনার ঝড় ওঠে। অনেকেই মনে করেন, তাঁর এই মন্তব্য মহাকুম্ভ মেলার বদনাম করছে এবং সনাতন ধর্মাবলম্বীদের অনুভূতিতে আঘাত হেনেছে। তবে, কিছু নেটিজেন ভারতীর বক্তব্যকে সমর্থন করে বলেছেন যে, মহাকুম্ভের ভিড় ও নিরাপত্তার অভাবের কারণে শিশুদের নিয়ে সেখানে যাওয়া ঝুঁকিপূর্ণ হতে পারে। 

উল্লেখ্য, গত জানুয়ারি মাসে মৌনী অমাবস্যার বিশেষ তিথিতে প্রয়াগরাজে মহাকুম্ভ মেলায় পদপিষ্ট হয়ে ৩০ জন পুণ্যার্থীর মৃত্যু হয়েছিল, যা ভারতীর মন্তব্যের প্রেক্ষাপট হতে পারে। সরাসরিই জানিয়ে দিলেন, প্রয়াগরাজের আধ্যাত্মিক অনুষ্ঠানে মোটেই অংশ নিতে চান না ভারতী। কারণ ফাঁস করতে গিয়েই বেফাঁস মন্তব্য করে ফেললেন জনপ্রিয় এই কমেডিয়ান। 

এমন মন্তব্যের পরই নিজেকে সংবরণ করে নিয়ে ভারতী জানান, “আসলে আমি সত্যিই মহাকুম্ভে যেতে চেয়েছিলাম। কিন্তু নিত্যদিন সেখান থেকে এমন দুঃখজনক খবর শুনতে পাচ্ছি যে, আর যাওয়ার ইচ্ছে নেই। আর আমার ছেলে গোলাকে নিয়ে সেখানে যাওয়ার কথা ভাবতেও পারছি না। প্রশ্নই ওঠে না।”

সাংবাদিকদের সঙ্গে কথোপকথনের মাঝেই এরপর এক সহকর্মীকে নিয়ে রসিকতা করতে শোনা যায় ভারতীকে। মজাচ্ছলেই তিনি বলেন, “পাণ্ডেজির বাড়ি তো এলাহাবাদের কাছেই এবং তার স্ত্রীও পুণ্যস্নান করে এসেছেন। আসলে পাণ্ডেজিকে বিয়ে করে যা পাপ করেছেন, সেটা ধুতেই গিয়েছিলেন সেখানে।” 

ভারতী সিংয়ের মুখে এমন কথা শুনে রেগে আগুন সনাতনীরা। নেটদুনিয়ায় জনপ্রিয় কমেডিয়ানকে একহাত নিতে ছাড়লেন না তারা। 

মুহাম্মদ ওমর ফারুক

×