![তেহরানের অস্তিত্ব মুছে ফেলতে চান ট্রাম্প! তেহরানের অস্তিত্ব মুছে ফেলতে চান ট্রাম্প!](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/08-2502081606.jpg)
ছবি: সংগৃহীত
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর ক্ষমতার প্রথম মেয়াদে একের পর এক বিতর্কিত নির্বাহী আদেশে সই করেছিলেন এবং সীমান্তে তালা লাগিয়ে বহিরাগত শত্রুদের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছিলেন। তার মধ্যে তিনি সোমালিয়ায় আইএস যোদ্ধাদের লক্ষ্য করে বড় হামলার দাবি করেন। তবে, এখন আরেকটি চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে, যা বিশ্ব রাজনীতির গতিপথ বদলে দিতে পারে।
সম্প্রতি, ট্রাম্প আবারও দাবি করেছেন যে, ইরান তাকে হত্যার চেষ্টা করেছে। এর আগে ২০২০ সালে ইরাকি সেনাঘাটিতে মার্কিন সেনাদের ওপর হামলার ঘটনা ঘটে, এবং ইরান মার্কিন শীর্ষ কমান্ডার কাসেম সোলাইমানীকে হত্যার প্রতিশোধ নিতে হুমকি দিয়েছিল। এবার ট্রাম্পের দাবি, ইরান আবারও তাকে হত্যার পরিকল্পনা করছে।
এ বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প ইরানকে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন। তিনি তার উপদেষ্টাদেরকে নির্দেশ দিয়েছেন, যদি তাকে হত্যা করা হয়, তবে ইরানকে একেবারে নিশ্চিহ্ন করে দেয়া হবে। ট্রাম্প এমনকি ইরানের রাজধানী তেহরানকে বোমা মেরে উড়িয়ে দেয়ার কথাও বলেছেন এবং তেহরানের অস্তিত্ব মুছে ফেলতে চান।
এছাড়া, ট্রাম্প জানিয়েছেন যে, যদি তাকে হত্যা করা হয়, তার পরবর্তী শাসক ভাইস প্রেসিডেন্ট জেরি দায়িত্ব নেবেন, তবে ট্রাম্পের নির্দেশনা থাকবেই। ইরানের সামরিক সক্ষমতা বৃদ্ধি এবং পরমাণু কর্মসূচির প্রসারের মধ্যে, ট্রাম্প মনে করেন যে, ইরানই তাকে হত্যার চেষ্টা করছে। তবে, ইরান এই দাবি বরাবরই অস্বীকার করেছে।
এ অবস্থায় মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো ইরানের চলমান কর্মকাণ্ডের দিকে নজর রাখছে এবং বিশ্ব রাজনীতির এই উত্তপ্ত পরিস্থিতি সামনে এসেছে।
ভিডিও দেখুন: https://youtu.be/1cvlB99kAXA?si=S3R3Gy2i8wrw6lIz
এম.কে.