![ইসরায়েলকে কোনো ছাড় নয়: সৌদি যুবরাজ ইসরায়েলকে কোনো ছাড় নয়: সৌদি যুবরাজ](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/07-2502081553.jpg)
ছবি: সংগৃহীত
মধ্যপ্রাচ্যে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে ফিলিস্তিন ইস্যুতে নতুন করে বিতর্ক ছড়িয়েছে ইসরাইল ও যুক্তরাষ্ট্রের গোপন পরিকল্পনা। ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক বৈঠকে উঠে এসেছে গাজার ভবিষ্যৎ নিয়ে নতুন এক পরিকল্পনা, যা ফিলিস্তিনের অস্তিত্বের জন্য চরম হুমকি হিসেবে দেখা হচ্ছে।
ট্রাম্পের প্রস্তাব অনুযায়ী, ফিলিস্তিনিদের অন্যত্র পুনর্বাসন করে গাজা উপত্যকার সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিতে চায় যুক্তরাষ্ট্র ও ইসরাইল। এ পরিকল্পনার অংশ হিসেবে জর্ডান, মিশরসহ মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশকে গাজার বাসিন্দাদের আশ্রয় দিতে রাজি করানোর চেষ্টা চালানো হয়।
তবে শুরু থেকেই আরব বিশ্ব ট্রাম্পের এই পরিকল্পনাকে কঠোরভাবে প্রত্যাখ্যান করেছে। মিশর ও জর্ডান স্পষ্ট জানিয়ে দিয়েছে, তারা কোনোভাবেই গাজার বাসিন্দাদের বিতাড়িত করার পক্ষে নয়। হামাস ও ফিলিস্তিনি কর্তৃপক্ষও এ প্রস্তাবের তীব্র বিরোধিতা করেছে।
এরপরও দমে যাননি ট্রাম্প। নেতানিয়াহুর সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দিয়েছেন, যুক্তরাষ্ট্র গাজা উপত্যকার দখল নেবে এবং সেখানে পুনর্গঠনের কাজ করবে। যদিও কীভাবে এই উন্নয়ন ঘটানো হবে, সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি। বরং বলেছেন, বিপদজনক অবিস্ফোরিত বোমা ও অস্ত্র ধ্বংসের দায়িত্ব যুক্তরাষ্ট্র নেবে এবং গাজার পূর্ণ নিয়ন্ত্রণ হাতে রাখবে।
এই ঘোষণার পরই কঠোর প্রতিক্রিয়া জানিয়েছে সৌদি আরব। যুবরাজ মোহাম্মদ বিন সালমান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো সম্পর্ক গড়বে না সৌদি আরব। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, সৌদি আরব ফিলিস্তিন ইস্যুতে তার সুস্পষ্ট অবস্থান বজায় রাখবে এবং কোনো পরিস্থিতিতেই ফিলিস্তিনিদের নিজ ভূখণ্ড থেকে বাস্তুচ্যুত করার প্রচেষ্টা মেনে নেওয়া হবে না।
সৌদি আরবের এই ঘোষণার পর মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন মোড় নিতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। ইসরাইল ও যুক্তরাষ্ট্রের এই পরিকল্পনা বাস্তবায়িত হলে ফিলিস্তিন সংকট আরও গভীর হবে বলে আশঙ্কা করা হচ্ছে।
ভিডিও দেখুন: https://youtu.be/ulSatEdCzcs?si=8TNWTZpt5rDOrMls
এম.কে.