![কাশ্মীরে হামাস এলো কেন? দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার কী হামাসের লক্ষ্য? কাশ্মীরে হামাস এলো কেন? দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তার কী হামাসের লক্ষ্য?](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/befunky_2025-1-6_16-20-49-1-2502081029.jpg)
ছবিঃ সংগৃহীত
কাশ্মিরের আকাশে নতুন এক ছায়া—এবার পাকিস্তান অধিকৃত কাশ্মিরে প্রকাশ্যে দেখা গেল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিনিধিদের। স্বাধীনতা নিয়ে সবসময় সতর্ক ভারত একে নিরাপত্তার সমস্যা হিসেবে দেখছে।
প্রথমবারের মতো কোনো হামাস প্রতিনিধি সেখানে উপস্থিত ছিলেন, এবং তাদের অভ্যর্থনায় ব্যবহৃত হয় বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল এবং ঘোড়সওয়ার বাহিনী। ৫ ফেব্রুয়ারি পাকিস্তানের কাশ্মীর সংহতি দিবসে রাওয়ালকোটের শহীদ সাবির স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় "কাশ্মীর সংহতি ও হামাস অপারেশন আল আকসা ফ্লাড" সম্মেলন।
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জইশ-ই-মুহাম্মদের প্রধান মাসুদ আজহারের ভাই তালহা সাইফ। এবার সেই মঞ্চেই দেখা গেল হামাসের প্রতিনিধি ড. খালিদ আর কাদুমীকে।
হামাসের এই উপস্থিতি শুধু একবারের ঘটনা নয়, বরং দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের পরিকল্পনার অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা।
মারিয়া