ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৬ মাঘ ১৪৩১

ইসরাইলে আরও ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ১২:০৯, ৮ ফেব্রুয়ারি ২০২৫

ইসরাইলে আরও ৮০০ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

ছবি: সংগৃহীত।

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েলি বাহিনীর আক্রমণের শুরু থেকে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে সমর্থন ও সহায়তা প্রদান করে আসছে। এবার আরও ৭ বিলিয়ন ডলারের গোলাবারুদ ও ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য চুক্তি করেছে যুক্তরাষ্ট্র। এই চুক্তির অনুমোদন দিয়েছে ট্রাম্প প্রশাসন।

শনিবার (৮ ফেব্রুয়ারি) মার্কিন ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সির (ডিএসসিএ) বরাতে এ তথ্য নিশ্চিত করেছে আল জাজিরা।

মার্কিন ডিফেন্স সিকিউরিটি কো-অপারেশন এজেন্সি জানিয়েছে, মার্কিন স্টেট ডিপার্টমেন্ট ৬.৭৫ বিলিয়ন ডলারের গোলাবারুদ এবং ৬৬০ মিলিয়ন ডলারের ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তি ইসরায়েলের সঙ্গে সম্পন্ন করেছে। এই পদক্ষেপ ইসরায়েলকে বর্তমান ও ভবিষ্যতের হুমকি মোকাবিলায় আরও শক্তিশালী করে তুলবে।

এদিকে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা দখলের জন্য ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে পূর্ণ সমর্থন প্রদান করেছেন। ইতোমধ্যে, ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীকে (আইডিএফ) নির্দেশ দেওয়া হয়েছে বিপুলসংখ্যক ফিলিস্তিনিকে গাজা থেকে সরানোর প্রস্তুতি নিতে। ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী বেনি কাতজ জানিয়েছেন, গাজার বাসিন্দাদের সেখানে থেকে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য একটি পরিকল্পনা তৈরি করার জন্য আইডিএফকে নির্দেশ দেওয়া হয়েছে।

আরও বলেন, স্পেন, আয়ারল্যান্ড এবং নরওয়ের মতো দেশগুলো আইনগতভাবে গাজার যেকোনো বাসিন্দাকে তাদের দেশে আশ্রয় দেওয়ার জন্য বাধ্য।

নুসরাত

×