![‘শেখ হাসিনা কিভাবে ভাষণ দিয়েছেন জানাল দিল্লি’ ‘শেখ হাসিনা কিভাবে ভাষণ দিয়েছেন জানাল দিল্লি’](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/23-2502071946.jpg)
বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে পালিয়ে ভারতে আশ্রয় নেয়ার পর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভার্চুয়ালি যেসব বক্তব্য দিয়েছেন, সেগুলো নিজস্ব ব্যবস্থাপনায় দিয়েছেন। এতে ভারতের কোনো ভূমিকা নেই বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) নয়াদিল্লিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরল ইসলামকে তলব করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা জানিয়েছেন।
নূরল ইসলামকে তলবের পর বিকেলে এক সংবাদ ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার (বক্তব্যের) বিষয়ে বলা হয়েছে, তিনি নিজস্ব ব্যবস্থাপনায় এটা করছেন এবং এতে ভারতের কোনো ভূমিকা নেই। এটাকে ভারত সরকারের অবস্থানের সঙ্গে মিশিয়ে ফেললে, এতে দ্বিপাক্ষিক সম্পর্কে কোনো ইতিবাচক কিছু আসবে না।
সম্প্রতি শেখ হসিনা ফেসবুকসহ বিভিন্ন সামাজিকমাধ্যমে একাধিক লাইভ বক্তব্য দিয়েছেন। তাকে 'উসকানিমূলক' বক্তব্য দেয়ার সুযোগ করে দেয়ার অভিযোগ তুলে ঢাকায় ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে তলব করা হয়। এর একদিন পর নয়াদিল্লিতে নূরুল ইসলামকে তলব করা হলো।
মুখপাত্র জয়সওয়াল বলেন, নূরুল ইসলামকে বলা হয়েছে ভারত বাংলাদেশের সঙ্গে ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক লাভজনক সম্পর্ক চায়, যা সাম্প্রতিক উচ্চপর্যায়ের বৈঠকে বেশ কয়েকবার বলা হয়েছে।
তিনি বলেন, তবে, এটা দুঃখজনক যে বাংলাদেশ সরকারের নিয়মিত বিবৃতিগুলোকে ভারতকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়। বাংলাদেশের অভ্যন্তরীণ সমস্যার জন্য আমাদের দায়ী করা হয়। বাংলাদেশের এই বিবৃতিগুলোই আসলে ক্রমাগত নেতিবাচক মনোভাব তৈরির জন্য দায়ী।
জয়সওয়ালের মতে, যদিও ভারত সরকার পারস্পরিক লাভজনক সম্পর্কের জন্য প্রচেষ্টা চালাবে, পাশাপাশি আমরা এটাও আশা করি বাংলাদেশ পরিবেশকে ঘোলাটে না করে একইরকম আচরণ করবে।
সজিব