ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

শেখ হাসিনার বক্তব্যের জন্য দায়ী নয় ভারত: রণধীর জয়সওয়াল

প্রকাশিত: ২১:৩৪, ৭ ফেব্রুয়ারি ২০২৫

শেখ হাসিনার বক্তব্যের জন্য দায়ী নয় ভারত: রণধীর জয়সওয়াল

ছবি: সংগৃহীত

বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাম্প্রতিক বক্তব্যের জন্য ভারত কোনোভাবেই দায়ী নয় বলে স্পষ্ট করেছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

শুক্রবার সাপ্তাহিক প্রেস ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন। এর আগে, ভারতে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার মো. নূরুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে এ বিষয়ে ভারতের অবস্থান তুলে ধরেন তিনি।

জয়সওয়াল জানান, বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনারকে বিকেল ৫টায় ভারতের পররাষ্ট্র দপ্তরের সাউথ ব্লকে তলব করা হয়। সেখানে তাকে জানানো হয় যে ভারত বাংলাদেশকে গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে দেখে এবং দু’দেশের মধ্যে ইতিবাচক, গঠনমূলক ও পারস্পরিক সহযোগিতার সম্পর্ক চায়। সাম্প্রতিক উচ্চ পর্যায়ের বৈঠকেও এ বিষয়ে জোর দেওয়া হয়েছে।

তবে, তিনি দুঃখ প্রকাশ করে বলেন যে বাংলাদেশের সাম্প্রতিক একাধিক বিবৃতিতে ভারতকে নেতিবাচকভাবে উপস্থাপন করা হয়েছে এবং অভ্যন্তরীণ সমস্যা সমাধানে ভারতকে দায়ী করা হয়েছে, যা কাম্য নয়।

শেখ হাসিনার মন্তব্যকে তার ব্যক্তিগত মতামত উল্লেখ করে রণধীর জয়সওয়াল বলেন, এতে ভারতের কোনো ভূমিকা নেই এবং এ ধরনের মন্তব্যকে ভারত সরকারের অবস্থানের সঙ্গে যুক্ত করা হলে তা দ্বিপাক্ষিক সম্পর্কের ইতিবাচকতায় প্রভাব ফেলতে পারে। তবে ভারত সরকার পারস্পরিক কল্যাণকর সম্পর্ক বজায় রাখতে চেষ্টা চালিয়ে যাবে বলে তিনি আশ্বস্ত করেন।

তিনি আরও বলেন, ভারত আশা করে যে বাংলাদেশ উভয় দেশের সম্পর্ককে আরও এগিয়ে নিতে সহযোগিতা করবে এবং ইতিবাচক পরিবেশ বজায় রাখবে।

এম.কে.

×