ঢাকা, বাংলাদেশ   শনিবার ০৮ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা স্মার্ট কাজ নয় ॥ খামেনি

প্রকাশিত: ২০:৫২, ৭ ফেব্রুয়ারি ২০২৫

যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় বসা স্মার্ট কাজ নয় ॥ খামেনি

আয়াতুল্লাহ আলী খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, অভিজ্ঞতা প্রমাণ করেছে যে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় যাওয়া স্মার্ট, প্রাজ্ঞ বা সম্মানজনক নয়। দেশটির সরকারি সংবাদ সংস্থা আইআরএনএ এই কথা জানিয়েছেন তিনি। খবর রয়টার্সের।
চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তিনি ইরানের সঙ্গে একটি যাচাইকৃত পরমাণু শান্তি চুক্তি নিয়ে কাজ শুরু করতে চান। তার আগে তিনি দেশটির ওপর তার ‘সর্বোচ্চ চাপ’ প্রয়োগের কৌশলনীতি পুনর্বহাল করেন।
খামোনি বলেন, আমেরিকার সঙ্গে আলোচনা করা বুদ্ধিমান, বিজ্ঞ বা সম্মানজনক নয়। এটি আমাদের কোনো সমস্যার সমাধান করবে না। কারণ? অভিজ্ঞতা!
তিনি বলেছেন, ইরান দুই বছরের আলোচনার পর যুক্তরাষ্ট্র এবং অন্যান্য দেশের সঙ্গে চুক্তিতে পৌঁছেছিল। কিন্তু ইরানের অনেক ছাড় দেওয়া সত্ত্বেও আমেরিকানরা এটি মেনে চলেনি। ট্রাম্পের কথা উল্লেখ করে তিনি বলেছেন, দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি এটি শেষ করেছেন।
ইরানের সর্বোচ্চ নেতা বলেছেন, আমেরিকানরা যদি ইরানের ওপর হামলা করে, তাহলে ইরানও একইভাবে জবাব দেবে। তারা যদি আমাদের নিরাপত্তাকে হুমকি দেয়, আমরা তাদের নিরাপত্তাকে হুমকি দেব। তারা যদি তাদের হুমকিগুলো বাস্তবায়ন করে, আমরাও একই কাজ করব।
গাজা উপত্যকা থেকে ফিলিস্তিনি বাসিন্দাদের জোরপূর্বক প্রতিবেশী আরব দেশগুলোতে স্থানান্তরের ট্রাম্পের প্রস্তাবের কথা উল্লেখ করে খামোনি বলেছেন, কাগজেকলমে আমেরিকানরা বিশ্ব মানচিত্র বদলে দিচ্ছে। অবশ্যই এটি শুধু কাগজেকলমে, কারণ এটি বাস্তবতাবর্জিত।

×