![আইসিসি ও ইরানের ওপর নিষেধাজ্ঞা আইসিসি ও ইরানের ওপর নিষেধাজ্ঞা](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/28-2502071440.jpg)
ডোনাল্ড ট্রাম্প
আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি সংক্রান্ত একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার এ সংক্রান্ত নির্বাহী আদেশ জারি করেছেন তিনি। ট্রাম্প বলেন, আইসিসি অবৈধ। এটি যুক্তরাষ্ট্র ও আমাদের ঘনিষ্ঠ মিত্র ইসরাইলকে লক্ষ্য করে ভিত্তিহীন পদক্ষেপ নিচ্ছে। মার্কিন নাগরিক ও যুক্তরাষ্ট্রের মিত্রদের বিরুদ্ধে আইসিসির তদন্তে যারা সহযোগিতা করেছেন তাদের এবং তাদের পরিবারের বিরুদ্ধে অর্থনৈতিক ও ভিসা নিষেধাজ্ঞা জারি করা হবে এই নির্বাহী আদেশের আওতায়। নির্বাহী আদেশে বলা হয়েছে, আইসিসি বিপজ্জনক নজির স্থাপন করেছে। আইসিসির পদক্ষেপের ফলে মার্কিনীরা বিপদে পড়েছে। সেইসঙ্গে তারা হয়রানি, খারাপ আচরণ ও গ্রেপ্তারের আশঙ্কার মধ্যে রয়েছে বলেও জানানো হয়। আদেশ অনুযায়ী, আইসিসিতে কর্মরত যে বা যারা যুক্তরাষ্ট্র-ইসরাইল ও এই দুই দেশের নাগরিকদের বিরুদ্ধে তদন্তের সঙ্গে জড়িত থাকবে তাদের ওপর কার্যকর হবে নিষেধাজ্ঞা। মঙ্গলবার ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে বৈঠকের পর এমন সিদ্ধান্ত নেন ট্রাম্প।
ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ॥ ইরানের তেল চীনে সরবরাহ করার অভিযোগে আন্তর্জাতিক একটি নেটওয়ার্কের ওপর আর্থিক নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে ট্রাম্প প্রশাসন। বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন প্রশাসনের আওতায় প্রথম এই আর্থিক নিষেধাজ্ঞার ঘোষণা দেওয়া হয়েছে।
এতে বলা হয়েছে, তেহরানের সামরিক কর্মকাণ্ডের তহবিলের জন্য ব্যবহৃত একটি আন্তর্জাতিক নেটওয়ার্ককে লক্ষ্য করে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এই নেটওয়ার্ক চীনের কাছে ইরানি তেল সরবরাহ করে বলে অভিযোগ করা হয়েছে। অর্থ বিভাগ বলেছে, চীনকে কয়েক মিলিয়ন ডলার মূল্যের ইরানি অপরিশোধিত তেলের চালানের ব্যবস্থা করা ওই নেটওয়ার্ককে নিষেধাজ্ঞার নিশানা করা হয়েছে। ইরানের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফের সঙ্গে সংশ্লিষ্ট সেপেহর এনার্জি জাহান নামা পার্স নামের একটি অনুমোদিত কোম্পানির পক্ষে ওই তেল চীনে পাঠানো হয়।