![বাংলাদেশ নিয়ে মুখ খুললো ভারত বাংলাদেশ নিয়ে মুখ খুললো ভারত](https://www.dailyjanakantha.com/media/imgAll/2024April/03-2502071419.jpg)
ছবি: সংগৃহীত
বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতা ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারতে আশ্রয় নেওয়া ইস্যুতে মুখ খুলেছে ভারত। বৃহস্পতিবার দেশটির পার্লামেন্টে শেখ হাসিনার প্রত্যর্পণ প্রসঙ্গ উঠে আসে, যেখানে ভারত সরকারের আনুষ্ঠানিক অবস্থান জানান দেশটির কেন্দ্রীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং।
পার্লামেন্টে কেরালার সাংসদ জন বিট্টাস তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্থাপন করেন—বাংলাদেশ সরকার শেখ হাসিনার প্রত্যর্পণ চেয়েছে কি না, চেয়ে থাকলে এর কারণ কী, এবং ভারত সরকার এ বিষয়ে কী প্রতিক্রিয়া জানিয়েছে।
জবাবে কীর্তিবর্ধন সিং বলেন, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা ভারতে প্রবেশের পর তার বিরুদ্ধে বাংলাদেশ সরকার বিভিন্ন অভিযোগের ভিত্তিতে প্রত্যর্পণের দাবি জানিয়েছে। তবে এখন পর্যন্ত ভারত সরকার এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি।
এর আগে, গত ডিসেম্বরেও বাংলাদেশ সরকারের পক্ষ থেকে ভারতকে কূটনৈতিক চিঠি পাঠিয়ে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়েছিল। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল নিশ্চিত করেন যে, বাংলাদেশের অনুরোধপত্র তারা পেয়েছেন। তবে এর বৈধতা ও আইনি দিক পর্যালোচনা করা হচ্ছে বলে জানান তিনি।
এদিকে, শেখ হাসিনার বক্তব্য ঘিরে বাংলাদেশে সাম্প্রতিক অস্থিরতার প্রতিক্রিয়াও জানিয়েছে ভারত। ধানমন্ডি ৩২-এ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনাকে "দুর্ভাগ্যজনক" বলে অভিহিত করেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। তবে বাংলাদেশ সরকার এই অস্থিরতার জন্য শেখ হাসিনার বক্তব্যকেই দায়ী করেছে।
বাংলাদেশে থেকে শেখ হাসিনার ভারতে অবস্থানকালীন বক্তব্য প্রচারের বিষয়ে নিন্দা জানিয়ে ঢাকায় নিযুক্ত ভারতীয় উপরাষ্ট্রদূতকে তলব করেছে বাংলাদেশ সরকার। ঢাকার পক্ষ থেকে ভারতের কাছে স্পষ্ট অসন্তুষ্টি প্রকাশ করা হয়েছে।
এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ-ভারত সম্পর্ক নতুন এক উত্তেজনার মুখে পড়েছে বলে মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা। এখন দেখার বিষয়, শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ভারত সরকার কী সিদ্ধান্ত নেয় এবং দুই দেশের ভবিষ্যৎ সম্পর্ক কোন দিকে এগোয়।
ভিডিও দেখুন: https://youtu.be/1vo7xRCYXnc?si=PPTbVrFfGrjQr9t_
এম.কে.