ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ০৭ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ মাঘ ১৪৩১

পাকিস্তানে হামাসের সংযোগ কি বার্তা দিচ্ছে?

প্রকাশিত: ১৬:২৫, ৭ ফেব্রুয়ারি ২০২৫

পাকিস্তানে হামাসের সংযোগ কি বার্তা দিচ্ছে?

ছবি: সংগৃহীত

কাশ্মীরের আকাশে নতুন এক ছায়া। এবার কাশ্মীরে দেখা গেল ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের প্রতিনিধিদের। ভারত একে নতুন নিরাপত্তার সমস্যা হিসেবে দেখছে।
 
প্রথমবারের মতো কোনো হামাস প্রতিনিধি সেখানে উপস্থিত থেকেছেন। তাদের অভ্যর্থনায় ছিল বিলাসবহুল গাড়ি, মোটরসাইকেল, ঘোড়সওয়ার বাহিনী।

৫ই ফেব্রুয়ারি পাকিস্তানের কাশ্মীর সংহতি দিবসে রাউল কোর্টের শহীদ সাবির স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় কাশ্মীর সংহতি ও হামাস অপারেশন আল আকসা ফ্লাড সম্মেলন। 

সেখানে উপস্থিত ছিলেন জইস প্রধান মাসুদ আজহারের ভাই তালহা সাইফ কমান্ডার আজগর খান, কাশ্মীর ও লস্কর এর শীর্ষ নেতারা। 

এবার এই মঞ্চে দেখা গেল হামাসের প্রতিনিধি ডক্টর খালিদ আল কাদুমিকে। তিনি এই সংগঠনের ইরান প্রতিনিধি। 
বিশেষজ্ঞদের মতে হামাসের এই উপস্থিতি শুধু একবারের ঘটনায় নয় বরং দক্ষিণ এশিয়ায় প্রভাব বিস্তারের অংশ। 

হামাস ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত হয় মিশরের মুসলিম ব্রাদারহুডের ফিলিস্তিনি শাখা হিসেবে। এবং ইসরাইলের বিরুদ্ধে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে ফিলিস্তিনের সম্পূর্ণ মুক্তি ও একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠা এর মূল উদ্দেশ্য। হামাস সাধারণত মধ্যপ্রাচ্যে ইসরাইলের বিরুদ্ধে লড়াই করে। কিন্তু পাকিস্তানে তাদের সংযোগ একটি নতুন মাত্রা গঠন করেছে। 

গভীর পর্যবেক্ষণ বলছে কাশ্মীরে সংগঠিত মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ কে কাজে লাগিয়ে হামাস সেখানে সহানুভূতি অর্জনের চেষ্টা করছে।

সূত্রঃ https://www.youtube.com/watch?v=i94CSt14s2A

শিলা ইসলাম

×